Blast in Russian Munitions Factory

দুর্ঘটনা না কি হামলা? রাশিয়ায় অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ১২, আহত বহু

প্রাদেশিক গভর্নর আলেক্সি টেক্সলার জানিয়েছেন, কাজাখস্তান সীমান্তবর্তী চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক জেলার একটি কারখানায় বিস্ফোরণ ঘটেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৯:১৬
Share:

বিস্ফোরণে বিধ্বস্ত রুশ অস্ত্র কারখানা। ছবি: রয়টার্স।

রাশিয়ার উরাল অঞ্চলের একটি অস্ত্র এবং বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। প্রাদেশিক গভর্নর আলেক্সি টেক্সলারের বিবৃতি উদ্ধৃত করে রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানাচ্ছে, বিস্ফোরণে গুরুতর আহতের সংখ্যা অন্তত ১৮।

Advertisement

তবে সেই বিস্ফোরণ অস্ত্র কারখানায় ঘটেছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কিছু বলা হয়নি। গভর্নর আলেক্সি জানান, কাজাখস্তান সীমান্তবর্তী চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক জেলার কারখানায় বুধবার রাতে বিস্ফোরণ ঘটেছে। গভর্নর নির্দিষ্ট করে কোন কারখানায় আঘাত হানা হয়েছে তা বলেননি। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে (যার সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি) দেখা যাচ্ছে, কোপেইস্কের প্লাস্টমাস প্ল্যান্টের পাশে ঘন ঘন বিস্ফোরণে অগ্নিকুণ্ড সৃষ্টি হচ্ছে।

ওই কারখানাটি রুশ সামরিক বাহিনীর জন্য অস্ত্র ও বিস্ফোরক তৈরির কাজে ব্যবহৃত হত বলে বিবিসি-প্রকাশিত খবরে দাবি। তাৎপর্যপূর্ণ ভাবে ইউক্রেনের কয়েকটি সংবাদমাধ্যম বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছে অন্তর্ঘাতের কারণেই বুধবার বিস্ফোরণের শিকার হয়েছে কোপেইস্কের ওই কারখানা। বিস্ফোরণের সুনির্দিষ্ট কোনও কারণ না-জানালেও আলেক্সি বৃহস্পতিবার বলেন, ‘‘ড্রোন হামলার কোনও ঘটনা ঘটেনি।’’ প্রসঙ্গত, ১ জুন রুশ ভূখণ্ডের ভিতরে পাঁচ সামরিক বিমানঘাঁটিতে নিখুঁত ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। কিভের ওই সামরিক অভিযানের নাম ছিল ‘অপারেশন স্পাইডার ওয়েব’। গোপনে স্থলপথে রুশ ভূখণ্ডে শতাধিক ড্রোন নিয়ে গিয়ে ওই হামলা চালানো হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement