Boat Near Maharashtra Coast

মহারাষ্ট্রের উপকূলের কাছে হঠাৎই ভেসে এল ভিন্‌দেশি রহস্যজনক নৌকা, আঁটসাঁট নিরাপত্তা আরব সাগরের তীরে

ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে নৌকাটির কাছে পৌঁছোনো সম্ভব হয়নি। রবিবার রায়গড়ের পুলিশ সুপার আঁচল দালাল নিজে সমুদ্রে ভাসতে থাকা নৌকাটির কাছে যেতে চেয়েছিলেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য কিছুটা গিয়েই ফিরে আসতে হয় তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৩:০০
Share:

মহারাষ্ট্রের উপকূলের কাছে হঠাৎই ভেসে এল ভিন্‌দেশি রহস্যজনক নৌকা। —প্রতীকী চিত্র।

মহারাষ্ট্রের সমুদ্র উপকূলের কাছে হঠাৎই ভেসে এল রহস্যজনক নৌকা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নৌকাটি অন্য কোনও দেশ থেকে এসেছে। তবে কোন দেশ, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

রবিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার রেভদণ্ড উপকূলের কাছে হঠাৎই দেখতে পাওয়া যায় নৌকাটিকে। উপকূলরক্ষী বাহিনী খতিয়ে দেখে জানায়, রেভদণ্ডের অনতিদূরে থাকা কোরলাই উপকূল থেকে দুই নটিক্যাল মাইল দূরে রয়েছে নৌকাটি। রহস্যজনক নৌকার খবর পেয়েই সতর্ক হয় স্থানীয় পুলিশ-প্রশাসন। উপকূল এলাকায় পৌঁছোয় পুলিশ, বম্ব স্কোয়াড, কুইক রেসপন্স টিম এবং উপকূলরক্ষী বাহিনীর সদস্যেরা।

তবে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে নৌকাটির কাছে পৌঁছোনো সম্ভব হয়নি। রবিবার রায়গড়ের পুলিশ সুপার আঁচল দালাল নিজে সমুদ্রে ভাসতে থাকা নৌকাটির কাছে যেতে চেয়েছিলেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য কিছুটা গিয়েই ফিরে আসতে হয় তাঁকে।

Advertisement

মনে করা হচ্ছে, ওই নৌকাটিতে কেউ নেই। প্রতিকূল আবহাওয়ায় সেটি কোনও ভাবে ভারতের জলসীমানায় ঢুকে পড়ে বলে অনুমান করা হচ্ছে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে চাইছে পুলিশ-প্রশাসন। ইতিমধ্যেই রায়গড়ের উপকূলবর্তী এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে পুলিশকে।

প্রসঙ্গত, ২০০৮ সালের নভেম্বরে মুম্বইয়ে হামলার আগে আরব সাগরে মাছ ধরার নৌকা চেপেই পাকিস্তান থেকে ভারতে এসেছিল জঙ্গিরা। তার পর থেকে দেশের সমুদ্র উপকূলে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়। বাড়ানো হয় নজরদারিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement