এ বার আম আদমির জন্য ‘সেলুন কার’-এ বিলাসবহুল রেলযাত্রার সুযোগ এনে দিল রেলওয়ে কেটারিং ও ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। কী এই সেলুন কার? এক কথায় বলতে গেলে চলমান পাঁচতারা হোটেলের বিলাসবহুল এক স্যুইট। জেনে নেওয়া যাক এর সম্পর্কে খুঁটিনাটি।
এ বার আম আদমির জন্য ‘সেলুন কার’-এ বিলাসবহুল রেলযাত্রার সুযোগ এনে দিল রেলওয়ে কেটারিং ও ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। কী এই সেলুন কার? এক কথায় বলতে গেলে চলমান পাঁচতারা হোটেলের বিলাসবহুল এক স্যুইট। জেনে নেওয়া যাক এর সম্পর্কে খুঁটিনাটি।
এত দিন রেলের উচ্চপদস্থ আধিকারিক বা ভিভিআইপিদের জন্যই সংরক্ষিত থাকত এই সেলুন কার। রেলের আয় বাড়াতে পর্যটন ক্ষেত্রেও এ বার বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হবে এই প্রকল্প।
আগে যে সমস্ত এলাকায় বিমান বা সড়ক যোগাযোগ তেমন সুবিধের নয়, সে সমস্ত এলাকায় পর্যবেক্ষনের জন্য এই সেলুন কার-এ যেতেন রেলের আধিকারিকরা।
ভারতীয় রেলের ১৮টি জোনের ৬৮টি ডিভিশনে মোট ৩৩৬টি সেলুন কার রয়েছে। এগুলির মধ্যে ৬২টি বাতানুকুল। আইআরসিটিসি সূত্রে খবর, প্রথম ধাপে এই ৬২টি বাতানুকুল সেলুন কারকে কাজে লাগানো হবে। এই উদ্যোগে যথাযথ সাড়া মিললে সেলুন কারের সংখ্যা পরে বাড়ানো হবে।
যে কোনও পাঁচতারা হোটেলের বিলাসবহুল ইন্টিরিয়রের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজানো হচ্ছে এই সেলুন কারগুলিকে। এখানে রয়েছে ১টি করে লিভিং রুম, ২টি বেডরুম সঙ্গে অ্যাটাচ্ড বাথ। এ ছাড়াও একটি ডাইনিং রুম ও একটি রান্নাঘর রয়েছে।
প্রথম বিলাসবহুল সেলুন কারটি জোড়া হয়েছে জম্মু এক্সপ্রেস-এর সঙ্গে। শুক্রবার দিল্লি থেকে যাত্রা শুরু করে কাটরা হয়ে ৪ দিনের সফর সেরে সোমবার সেটি ফিরে এসেছে। ২ লক্ষ টাকা দিয়ে একটি পর্যটন সংস্থা তাদের ৬ পর্যটকের জন্য সেটি বুক করেছিল বলে জানা গিয়েছে।