Wifi ban in Afgan Province

এ বার খাঁড়া নেমে এল ইন্টারনেটে! ‘অনৈতিক কাজকর্ম’ রুখতে ওয়াইফাই বন্ধ করল আফগান প্রদেশ

বছর চারেক আগে ক্ষমতা দখলের পর আফগানিস্তানে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান সরকার। এ বার খাঁড়া নামল ইন্টারনেটে। অনৈতিক কাজকর্ম রুখতে ওয়াইফাই বন্ধ করে দেওয়া হল বাল্খ প্রদেশে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০১
Share:

আফগান প্রদেশে ওয়াইফাই বন্ধ। ছবি: সংগৃহীত।

বছর চারেক আগে ক্ষমতা দখলের পর আফগানিস্তানে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান সরকার। এ বার খাঁড়া নামল ইন্টারনেটে। অনৈতিক কাজকর্ম রুখতে ওয়াইফাই বন্ধ করে দেওয়া হল বাল্খ প্রদেশে।

Advertisement

প্রাদেশিক সরকারের মুখপাত্র হাজি আত্তুলা জ়ায়েদ জানান, তালিবান নেতা হিবাতুল্লা আখুনজ়াদার নির্দেশে ওয়াইফাই ইন্টারনেটে নিষেধাজ্ঞা জারি হয়েছে। জ়ায়েদ বলেন, ‘‘অনৈতিক কাজকর্ম রুখতেই এই সিদ্ধান্ত। জরুরি কাজে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা চালু হবে।’’

আপাতত এই নির্দেশ শুধু বাল্খ প্রদেশেই কার্যকর হয়েছে। ভবিষ্যতে তা গোটা দেশেই কার্যকর হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে শুধু ওয়াইফাই ব্যবহারেই নিষেধাজ্ঞা জারি হয়েছে। মোবাইল ইন্টারনেট এখনও সক্রিয়।

Advertisement

এই নিষেধাজ্ঞায় বিপাকে বাল্খ প্রদেশের ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-কে বলেছেন, ‘‘এই সিদ্ধান্তে আমার মতো অনেক ব্যবসায়ীর ক্ষতি হবে। ব্যবসার খাতিরে আমাকে অন্য দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হয়। এই নিষেধাজ্ঞা যদি দীর্ঘ দিন বহাল থাকে, তা হলে আমাকে বাল্খ প্রদেশ ছাড়তে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement