COVID-19

তামিলনাড়ুতে লকডাউনের মেয়াদ বাড়ল ১৪ জুন পর্যন্ত, কিছু ক্ষেত্রে ছাড়ের সিদ্ধান্ত

তামিলনাড়ু সরকারের তরফে বলা হয়েছে, পাড়ার ভিতরের খুচরো দোকান, সব্জি, ফল, ফুল ও মাংসের দোকান সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ১২:১৩
Share:

কিছু কিছু ক্ষেত্রে ছাড়ের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ফাইল চিত্র।

তামিলনাড়ুতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউনের মেয়াদ। অর্থাৎ ১৪ জুন পর্যন্ত সেখানে জারি থাকবে লকডাউন। যদিও কিছু কিছু ক্ষেত্রে ছাড়ের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

Advertisement

তামিলনাড়ু সরকারের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, পাড়ার ভিতরের খুচরো দোকান, সব্জি, ফল, ফুল ও মাংসের দোকান সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। মাছের বাজারেও ছাড় দেওয়া হয়েছে। ৩০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস কাজ চালাতে পারে বলেই জানানো হয়েছে। এ ছাড়া দেশলাই বাক্স তৈরির কারখানায় ৫০ শতাংশ কর্মীর অনুমতি দেওয়া হয়েছে।

তামিলনাড়ুর কিছু জেলায় বৈদ্যুতিন সরঞ্জাম, বই, হার্ডওয়্যারের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। এই সব জায়গায় ই-রেজিস্ট্রেশন থাকলে ট্যাক্সি ও অটো চলাচল করারও অনুমতি দিয়েছে তামিলনাড়ু সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement