Woman Raped by Tantrik

উত্তরপ্রদেশের মথুরায় সন্তান পাইয়ে দেওয়ার নামে নিঃসন্তান যুবতীকে ধর্ষণ তান্ত্রিকের!

অভিযুক্ত তান্ত্রিকের নাম মুশতাক আলি। ঘটনার পর থেকে ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি ফেরার। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ ধারার অধীনে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১৭:২৪
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিয়ের আট বছর পরেও সন্তান হয়নি। তাই সন্তানলাভের আশায় শেষমেশ এক তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিলেন যুবতী। সেই যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল তান্ত্রিকের বিরুদ্ধেই। শনিবার উত্তরপ্রদেশের মথুরা জেলায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত তান্ত্রিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বছর ৩৫-এর ওই যুবতী মথুরার নৌঝিল থানা এলাকার বাসিন্দা। আট বছর আগে বিয়ে হয়েছিল তাঁর, কিন্তু সন্তান হয়নি। শনিবার এলাকারই এক তান্ত্রিকের কাছে যান ওই যুবতী। আশ্বাস দিয়ে তান্ত্রিক বলেছিলেন, কিছু আচার পালন করলে গর্ভে সন্তান আসবেই। এর পরেই যুবতীকে ভুলিয়ে ভালিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত।

রবিবার স্থানীয় থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ওই যুবতী। পুলিশ সুপার (গ্রামীণ) সুরেশচন্দ্র রাওয়াত পিটিআইকে জানিয়েছেন, অভিযুক্ত তান্ত্রিকের নাম মুশতাক আলি। ঘটনার পর থেকে ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি ফেরার। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ ধারার অধীনে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement