প্রতীকী ছবি।
নির্ভয়া কাণ্ডের পর দিল্লির ছবিটা যে এতটুকু বদলায়নি বৃহস্পতিবার রাতের ঘটনা ফের তা প্রমাণ করে দিয়েছে। বন্ধুদের সামনেই দুই তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল ৫ দুষ্কৃতীর বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, ওই দিন রাত সাড়ে ৮টা নাগাদ অন্য দুই বন্ধুর সঙ্গে মুন্ডকা মেট্রো স্টেশনের সামনে এনডিপিএল গ্রাউন্ডে বসে গল্প করছিলেন নিগৃহীতা দুই তরুণী। সেই সময় পাঁচ দুষ্কৃতী এসে নিজেদের নিরাপত্তারক্ষীর পরিচয় দিয়ে ওই তরুণ-তরুণীদের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। প্রতিবাদ করায় তরুণীদের দুই বন্ধুকে বেধড়ক মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে দুষ্কৃতীরা। অভিযোগ, তার পর তারা ওই দুই তরুণীকে টানতে টানতে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। প্রতিরোধ করার চেষ্টা করলে তরুণীদের প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয় দুষ্কৃতীরা।
যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তারা ওই এলাকাতেই সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগেও তাদের বিরুদ্ধে এলাকার মহিলাদের উত্যক্ত এবং শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছিল।
অভিযোগ পেয়েই আমন বিহার থানার পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। জেরায় তারা ধর্ষণের বিষয়টিও স্বীকার করে নেয় বলে জানিয়েছে পুলিশ। পঞ্চম অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও খবর...