National news

মন্দিরে সোনার গোঁফ ভেট দিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী

নয়া রাজ্যের মিশন সম্পূর্ণ হতেই মিশন ‘মানত’ পূরণ করতে ‘মাঠে’ নেমে পড়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। এই মিশনে তাঁর নয়া সংযোজন কুরুভির বীরভদ্রস্বামী মন্দির। শুক্রবার সন্ধ্যায় সেখানে তিনি সোনার গোঁফ নিয়ে হাজির হন। পুজোর পর দেবতাকে এই অলঙ্কার ভেট দেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৪৭
Share:

বীরভদ্রস্বামী মন্দিরে চন্দ্রশেখর রাও। ছবি: পিটিআই।

নয়া রাজ্যের মিশন সম্পূর্ণ হতেই মিশন ‘মানত’ পূরণ করতে ‘মাঠে’ নেমে পড়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। এই মিশনে তাঁর নয়া সংযোজন কুরুভির বীরভদ্রস্বামী মন্দির। শুক্রবার সন্ধ্যায় সেখানে তিনি সোনার গোঁফ নিয়ে হাজির হন। পুজোর পর দেবতাকে এই অলঙ্কার ভেট দেন তিনি।

Advertisement

পৃথক তেলঙ্গানা রাজ্যের দাবি পূর্ণ হলে অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার বিভিন্ন মন্দিরে পুজোর সঙ্গে সোনার অলঙ্কার দেওয়ার মানত করেছিলেন চন্দ্রশেখর। সেই সূত্রেই ওই সন্ধ্যায় তিনি তেলঙ্গানার কুরভিতে বীরভদ্রস্বামীর মন্দিরে পৌঁছন। শিবরাত্রি উপলক্ষে ওই দিন মন্দিরে প্রচুর ভিড় ছিল। সেখানে পুজো দিয়ে তিনি ওই সোনার গোঁফটি নিবেদন করেন।

মন্দির সূত্রে খবর, ২০.২৮ গ্রাম ওজনের ওই সোনার গোঁফটির মূল্য ৬২ হাজার ৯০৮ টাকা। পাশাপাশি মন্দির সংস্কারের জন্য ৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি মন্দিরটি যে বিধানসভার অন্তর্গত, সেই দর্নাকাল বিধানসভার উন্নয়নে ৭৭টি গ্রাম পঞ্চায়েতকে ২৫ লক্ষ টাকা করে দেবেন বলেও জানান চন্দ্রশেখর।

Advertisement

চন্দ্রশেখরের এই সোনার ভেট নিয়ে বিতর্ক চলছে বেশ কয়েক দিন ধরে। এর আগে গত অক্টোবরে বরঙ্গলের ভদ্রকালী মন্দিরে তিনি প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ১২ কিলোগ্রাম ওজনের একটি সোনার মুকুট নিবেদন করেছিলেন। কয়েক কোটি টাকা দিয়ে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরে মুকুট ও নেকলেস দেন তিনি। এ ছাড়া বিজয়ওয়াড়ার কনকদুর্গা মন্দিরে একটি সোনার নথও দিয়েছেন সম্প্রতি। গত সপ্তাহে সপরিবারে তিরুপতির মন্দিরে গিয়ে ৫ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের সোনার মুকুট আর নথ নিবেদন করে আসেন রাও।

আরও পড়ুন: কলার ধরলেন কনস্টেবল, রব উঠল ‘ইয়ে চোর হ্যায়’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন