Indian Railways

‘তেরা টাইম আয়েগা’, কেন বলছে ভারতীয় রেল?

সম্প্রতি ভারতীয় রেলের তরফে ‘আপনা টাইম আয়েগা’র অনুকরণে ‘তেরা টাইম আয়েগা’ বলে একটি গান প্রকাশ করা হয়েছে তাদের টুইটারে। ট্রেনের টিকিট বিক্রি নিয়েই প্রস্তুত করা হয়েছে এই গানটি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫০
Share:

ছবি: টুইটার

সম্প্রতি সাড়া দিয়েছিল মুক্তি পেয়েছে জোয়া আখতার পরিচালিত এবং রণবীর সিংহ-আলিয়া ভট্ট অভিনীত সিনেমা ‘গাল্লি বয়’। এই সিনেমারই জনপ্রিয় গান ‘আপনা টাইম আয়েগা’ এই সময়ের তরুণদের মধ্যে প্রবল জনপ্রিয় হয়েছে। শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও বহু বিখ্যাত ব্যক্তিদের থেকে প্রশংসা পেয়েছে এই সিনেমার গান। গ্র্যামি পুরস্কার বিজয়ী র‍্যাপ আর্টিস্ট উইল স্মিথও এই গানের ভিডিয়ো দেখে ব্যাপক প্রশংসা করেছেন রণবীরের। এতটাই জনপ্রিয় হয়েছে এই গান যে, দেশের রেল মন্ত্রকের তরফেও এবার প্রচারমূলক কাজে ব্যবহার করা হয়েছে এই গানটির পরিবর্তিত একটি আঙ্গিক।

Advertisement

সম্প্রতি ভারতীয় রেলের তরফে ‘আপনা টাইম আয়েগা’র অনুকরণে ‘তেরা টাইম আয়েগা’ বলে একটি গান প্রকাশ করা হয়েছে তাদের টুইটারে। ট্রেনের টিকিট বিক্রি নিয়েই প্রস্তুত করা হয়েছে এই গানটি। স্বয়ং রেলমন্ত্রী পীযূষ গয়ালও তাঁর ব্যাক্তিগত টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন এই গানটির ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘তেরা টাইম আয়েগা’। এখনও অবধি প্রায় ১৪ হাজার মানুষ লাইক করেছেন এই ভিডিয়োটি।

এই গানটিতে বলা হয়েছে টিকিট না কেটে ট্রেনে চড়া বিপদ ডেকে আনতে পারে। গানটির কথায় বলা আছে যে টিকিট কাটবার জন্য লাইনে দাঁড়াতে এবং টিকিট কাটতে। তা না হলে, যখন তখন টিকিট চেকার এসে ফাইন করতে পারে। টিকিট না থাকলে কোনও যুক্তিই তিনি শুনবেন না। এই ভিডিয়োটির মাধ্যমে ভারতীয় রেলের টিকিট কাটার জন্য ইউটিএস অ্যাপ্লিকেশন এবং স্টেশনে বসানো স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটার কথা বলা হয়েছে। বারবারই বলা হয়েছে টিকিট না কেটে যাত্রা না করবার কথা।

Advertisement

আরও পড়ুন: এক সময়ের আদরের নাম, এখন শুধু সংখ্যা

যদিও এই ভিডিয়োটি পোস্ট হওয়ার পরে বেশ কিছু প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন নিত্য রেল যাত্রীরা। অনেকেই বলেছেন ট্রেন কি কখনও সময়ে আসবে? ট্রেনের ভিড় নিয়েও দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন অনেকেই। বলেছেন যে ট্রেনে এত ভিড় হয় যে, সিটে বসবার জায়গা পেতে পেতেই নামবার সময় হতে যায়। তবে সব মিলিয়ে ‘তেরা টাইম আয়েগা’ বেশ আলোড়ন ফেলেছে রেল পরিবহন ব্যবহারকারীদের মধ্যে। সচেতনতা কতটা আসে, সেটাই এখন দেখবার।

আরও পড়ুন: মহড়ায় সংঘর্ষ, জনবহুল এলাকায় ভেঙে পড়ল বায়ুসেনার দু’টি বিমান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন