National News

অরুণাচলে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত কলকাতার তিন বাঙালি পর্যটক

তাওয়াংয়ের ওসি কে এম দাস জানান, এ দিন বিকেল আড়াইটে নাগাদ বুম লা ঘুরে ফেরার সময় একটি সুমো পাহাড় থেকে নীচে আছড়ে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ২৩:১৮
Share:

পাহাড় থেকে নীচে আছড়ে পড়ে লিপিদেবীদের সুমো গাড়িটি। ছবি: সেনা সূত্রে প্রাপ্ত।

চিন সীমান্ত সফর সেরে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন তিন বাঙালি পর্যটক। পুলিশ সূত্রে খবর, মৃত দুই মহিলা-সহ তিন জন। তাঁরা সকলেই কলকাতার পর্যটক। তাঁদের সুমো গাড়ি খাদে পড়ে যায়।

Advertisement

শনিবার মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বুম লা সীমান্ত সফর ছিল। তাই পর্যটকদের গাড়ি সকালে নয়, বিকেলে চিন সীমান্তের দিকে পাঠানো হয়েছিল। তাওয়াংয়ের ওসি কে এম দাস জানান, এ দিন বিকেল আড়াইটে নাগাদ বুম লা ঘুরে ফেরার সময় একটি সুমো পাহাড় থেকে নীচে আছড়ে পড়ে। সেনাবাহিনী গাড়িটি উপরে তোলে। সেনার জওয়ানরাই মৃতদেহগুলি উদ্ধার করেন। গাড়িতে সাত জন ছিলেন। তাঁদের মধ্যে লিপি ভট্টাচার্য, বটুকনাথ ভট্টাচার্য ও শিবানী শূর নামে তি নজন ঘটনাস্থলেই মারা যান।
লিপিদেবী ও বটুকবাবুর মেয়ে সারণী, গাড়ির চালক এবং আরও চার জনকে তাওয়াং সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দু’জনকে তেজপুর সেনা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

Advertisement

বাধা টপকে বিনয়ের সভা, পার্টি অফিস থেকে সরল গুরুঙ্গের ছবি

জঙ্গি দমনে পাক ভূমিকাকে স্বীকৃতি দিক আমেরিকা, বলল চিন

লিপি ভট্টাচার্য ও বটুকনাথ ভট্টাচার্য। —ফাইল চিত্র।

পুলিশ জানিয়েছে, চওড়া রাস্তায় কী ভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে গাড়ির পরীক্ষা হবে। লিপিদেবীর আত্মীয় সন্দীপ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা টাঁকশালে কাজ করা গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ এলাকায় ২৪টি পরিবার একসঙ্গে অরুণাচল সফরে গিয়েছিলেন। এ দিন সন্ধ্যায় সারণী ফোন করে দুর্ঘটনার খবর বাড়িতে জানায়। পুলিশ জানিয়েছে আগামিকাল ময়নাতদন্তের পরে দেহগুলি গুয়াহাটি পাঠানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন