Chhattisgarh Accident

ছত্তীসগঢ়ে ধর্মীয় শোভাযাত্রার ভিড়ে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি! পিষে দিল তিন জনকে, আহত ২২, গ্রেফতার মত্ত চালক

আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৩
Share:

ছত্তীসগঢ়ে শোভাযাত্রায় গাড়ির ধাক্কায় মৃত্যু তিন জনের। —প্রতীকী চিত্র।

ছত্তীসগঢ়ে ধর্মীয় শোভাযাত্রার ভিড়ে বেপরোয়া গতিতে ঢুকে পড়ল গাড়ি। পিষে দিল কয়েক জনকে। মঙ্গলবার রাতের এই ঘটনায় তাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২২ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি পুলিশের। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

ছত্তীসগঢ়ের জশপুর জেলার জুরুদাঁদ গ্রামের বাসিন্দারা মঙ্গলবার রাতে গণেশের মূর্তি নিয়ে শোভাযাত্রা বার করেছিলেন। শোভাযাত্রায় ছিলেন প্রায় ১০০ জন গ্রামবাসী। বাগিচা-যশপুর রোড ধরে যখন শোভাযাত্রা এগোচ্ছে, সেই সময় একটি এসইউভি ভিড়ের মধ্যে বেপরোয়া গতিতে ঢুকে পড়ে বলে অভিযোগ। নিমেষের মধ্যে কয়েক জনকে পিষে দেয় গাড়িটি। মৃত্যু হয় তিন যুবকের। তিন জনেরই বয়স ২০ থেকে ৩২-এর মধ্যে। আহতদের ভর্তি করানো হয় নিকটবর্তী হাসপাতালে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জশপুরের পুলিশ সুপার (এসপি) শশীমোহন সিংহ জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালক মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। চালককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement