দুষ্কৃতীর হামলায় জখম তিন মহিলা

বাংলাদেশি দুষ্কৃতীর হামলায় আহত হলেন এক মহিলা, দুই কিশোরী। তাঁদের করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তের জাড়াপাতা এলাকায় গত রাতে ঘটনাটি ঘটে। প্রতিবাদে জেলাশাসক কার্যালয় ঘেরাও করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ০২:০০
Share:

জিজ্ঞাসা: হাসপাতালে জেলাশাসক। ছবি: উত্তম মুহরী।

বাংলাদেশি দুষ্কৃতীর হামলায় আহত হলেন এক মহিলা, দুই কিশোরী। তাঁদের করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তের জাড়াপাতা এলাকায় গত রাতে ঘটনাটি ঘটে। প্রতিবাদে জেলাশাসক কার্যালয় ঘেরাও করা হয়।

Advertisement

করিমগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তের নদী সংলগ্ন এলাকা ছাড়া অন্য জায়গা কাঁটাতারে ঘিরে দেওয়া হয়েছে। জাড়াপাতা, জগন্নাথি, লক্ষীবাজারে কিছু এলাকায় বেড়ার বাইরে (ভারতীয় এলাকা) শতাধিক পরিবারের বসবাস। সরকারের তরফ থেকে দু-একবার তাঁদের বেড়ার ভিতরে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হলেও ক্ষতিপূরণের পরিমাণ কম হওয়ায় কেউ রাজি হননি।

পুলিশ সূত্রে খবর, গত রাতে ৮ জন বাংলাদেশি দুষ্কৃতী কল্পনা শুক্লবৈদ্যের বাড়ির গৃহপালিত পশু নিয়ে যাওয়ার চেষ্টা করে। অভিযোগ, ওই দুষ্কৃতীরা কল্পনাদেবী ও তাঁর দুই মেয়ের উপর হামলা চালায়। ৩ জনই আহত হন। খবর পেয়ে সেখানে যান পুলিশ সুপার প্রদীপরঞ্জন কর, জেলাশাসক প্রদীপ তালুকদার, বিএসএফের পদস্থ কর্তারা।

Advertisement

বাংলাদেশি দুষ্কৃতীরা কাঁটাতারের বেড়ার বাইরে বসবাসকারী ভারতীয় মহিলাদের ধর্ষণ করেছে বলে খবর ছড়ালে উত্তেজনা ছড়ায়। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা জেলাশাসকের কার্যালয় ঘেরাও করে ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করার দাবি জানান। না হলে জেলায় বনধ ডাকা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। করিমগঞ্জে আসেন দক্ষিণ প্রান্তের ডিআইজি অখিলেশ সিংহ। তিনি করিমগঞ্জ সরকারি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন। করিমগঞ্জ সরকারি হাসপাতালের অতিরিক্ত অধীক্ষক লিপিদেব সিনহা জানান, কোনও মহিলাকেই ধর্ষণ করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement