নাগালের বাইরে নন তিনি আমজনতার। চাইলেই তাঁকে পাওয়া যায়, বুঝিয়ে দিলেন কংগ্রেসের সদ্য নির্বাচিত সভাপতি রাহুল গাঁধী।
‘হ্যান্ডসাম’ বলে রাহুলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ১০৭ বছর বয়সী এক মহিলা। তা জানার সঙ্গে সঙ্গে টুইট করে ওই বর্ষীয়সীর ইচ্ছাকে সম্মান জানানো হয় রাহুল গাঁধীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। তার পর ওই বর্ষীয়সীর জন্মদিনে তাঁকে টেলিফোনও করেন কংগ্রেস সভাপতি। গতকাল, ক্রিসমাসের দিনে। তাঁর কুশল কামনা করেন।
টুইট করে গোটা ঘটনার কথা জানিয়েছেন ওই বর্ষীয়সী মহিলার নাতনি দীপালি সিকন্দ। সঙ্গে জুড়ে দেন রাহুল গাঁধীর অফিসিয়াল টুইটার হ্যান্ডলটিও। আর দেন তাঁর ‘নানি’র ছবি।
Today my grandmother turned 107. Her one wish. To meet @OfficeOfRG Rahul Gandhi ! I asked her why? She whispers ... He's handsome ! pic.twitter.com/k3wUaSMKfE
সেখানে দীপালিকে রাহুল বলেন, তাঁর তরফে দীপালির ‘নানি’কে তাঁর জন্মদিন ও ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে। তাঁকে তিনি তাঁর ‘বিগ হাগ’ও জানাতে বলেন রাহুল।
Dear Dipali, Please wish your beautiful grandmother a very happy birthday and a merry Xmas. Please also give her a big hug from me. Best, Rahul. https://t.co/lcp8NUa8Di
আরও পড়ুন- অর্থনীতিতে ব্রিটেন, ফ্রান্সকে ভারত টপকাবে ২০১৮-য়: রিপোর্ট
আরও পড়ুন- দ্বিতীয় বারের জন্য গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রুপাণী
পরে দীপালি আরেকটি টুইটে জানিয়েছেন, তাঁর ‘নানি’কে ফোনও করেন কংগ্রেস সভাপতি।
!! কেন রাহুলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাঁর ‘নানি’ সে কথাও জানিয়েছেন দীপালি। বলেছেন ‘‘আমাকে ফিসফিসিয়ে নানি বলেছেন রাহুল খুব হ্যান্ডসাম।’’
কেন রাহুলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাঁর ‘নানি’ সে কথাও জানিয়েছেন দীপালি। বলেছেন ‘‘আমাকে ফিসফিসিয়ে নানি বলেছেন রাহুল খুব হ্যান্ডসাম।’’
!!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সহ মন্ত্রিসভার অন্য সদস্যদের অনেক পরে সোশ্যাল মিডিয়ায় এসেও রাহুল ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন টুইটারে।