National News

কামড়ানোর প্রতিশোধ নিতে সেই সাপেরই মাথা চিবিয়ে খেলেন!

ঘণ্টা তিনেক পর রাত ১০টা নাগাদ হুঁশ ফেরে ওই যুবকের। এর পর তিনি জানান, ওই দিন সন্ধ্যায় গোয়াল ঘরে তিনি গরু-বাছুরদের দেখভাল করছিলেন। সেই সময়ে তাঁকে একটি সাপ কামড়ায়। আর তাতেই প্রচণ্ড রেগে যান সোনেলাল।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩৩
Share:

প্রতীকী ছবি।

রাগ হলে কি আর হুঁশ থাকে! রাগের বশে অনেকেই বোধবুদ্ধি খুইয়ে বসেন। তবে, সাপ কামড়েছে বলে তার মাথা চিবিয়ে খেতে শোনা যায়নি তেমন ভাবে। কিন্তু, রাগের মাথায় সেটাই করে এখন হাসপাতালে ভর্তি উত্তরপ্রদেশের হরদোইয়ের বাসিন্দা সোনেলাল।

Advertisement

সোনেলালের পড়শি রামসেবক, রামস্বরূপরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় তাঁকে বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স করে সোনেলালকে নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের তাঁরা জানান, সোনেলালকে সাপকে কামড়েছে। সেই মতো সোনেলালের শারীরিক পরীক্ষা করা হয়। তবে তাঁর দেহে সাপে কাটার কোনও চিহ্ন মেলেনি।

ঘণ্টা তিনেক পর রাত ১০টা নাগাদ হুঁশ ফেরে ওই যুবকের। এর পর তিনি জানান, ওই দিন সন্ধ্যায় গোয়াল ঘরে তিনি গরু-বাছুরদের দেখভাল করছিলেন। সেই সময়ে তাঁকে একটি সাপ কামড়ায়। আর তাতেই প্রচণ্ড রেগে যান সোনেলাল। এর পরেই সাপটিকে ধরে তার মাথায় কামড়ে দেন তিনি। শুধু তা-ই নয়। এর পর সাপের মাথা ছিঁড়ে তা চিবিয়ে ফেলেন। মুখ থেকে তা ফেলে দেওয়ার পরই বেহুঁশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

Advertisement

আরও পড়ুন
পাইলট অমল তৈরি করছেন দেশের প্রথম বিমান কারখানা

চিকিৎসকেরা জানিয়েছেন, সোনেলালকে ওষুধ দেওয়া ছাড়াও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মতে, সোনেলালের দেহে সাপে কাটার কোনও দিহ্ন মেলেনি। সাপটি বিষাক্ত হতে পারে। তাই মাথার অংশ চিবিয়ে খাওয়ার ফলেই বেহুঁশ হয়ে পড়েছিলেন তিনি।

আরও পড়ুন
টাকা শোধ আর হবে না! হুমকি নীরবের

এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

সোনেলালের এই কাণ্ড শোনার পরই তাঁকে দেখতে স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমে যায়। স্থানীয় এক ব্যবাসায়ী মুকেশ গুপ্ত বলেন, “আমি তো বিশ্বাসই করতে পারছি না। কী ভাবে এক জন সাপকে কামড়াতে পারে!” উত্তরপ্রদেশের মেন্টাল হেলথ সোসাইটি-র সচিব এসসি তিওয়ারির মতে, “এটা কোনও মানুষের স্বাভাবিক আচরণ হতে পারে না। একমাত্র ভয়ানক আগ্রাসী বা মানসিক বিকারগ্রস্ত হলেই এমনটা করতে পারেন কেউ।” তবে পড়শিদের কার কারও দাবি, সোনেলাল আসলে নেশাগ্রস্ত মানুষ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন