News Of The Day

জম্মু-কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী মোদী। চেনাব রেলসেতুর উদ্বোধন। ফরাসি ওপেন। গাজ়ার পরিস্থিতি। আর কী কী

‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাকিস্তান সংঘর্ষের পরে এই প্রথম জম্মু ও কাশ্মীর সফর প্রধানমন্ত্রীর। কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে আজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ০৮:০৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জম্মু-কাশ্মীরে যাচ্ছেন নরেন্দ্র মোদী, ‘অপারেশন সিঁদুরে’র পরে এই প্রথম সফর প্রধানমন্ত্রীর

Advertisement

আজ জম্মু ও কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাকিস্তান সংঘর্ষের পরে এই প্রথম জম্মু ও কাশ্মীর সফর প্রধানমন্ত্রীর। গত এপ্রিলে পহেলগাঁওয়ের বৈসনর উপত্যকায় জঙ্গিদের হত্যালীলার পরে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত জঙ্গিঘাঁটিতে হামলা চালানো হয়। তার পরে পাকিস্তানও ভারতের উদ্দেশে হামলা শুরু করে। দুই দেশের মধ্যে চার দিন ধরে চলা সামরিক সংঘর্ষে পাকিস্তানে গোলাবর্ষণে জম্মু ও কাশ্মীরের বেশ কিছু বসতি এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় জম্মু ও কাশ্মীরে গিয়ে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে আজ।

মোদীর হাতে চেনাব রেলসেতুর উদ্বোধন, ‘বন্দে ভারত’ কাশ্মীরে

Advertisement

জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর উপর রেলসেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটিই হল বিশ্বের সর্বোচ্চ স্থানে তৈরি হওয়া কোনও রেলসেতু। এ ছাড়া জম্মু ও কাশ্মীরের জন্য একটি ‘বন্দে ভারত’ ট্রেনও চালু করা হচ্ছে। জম্মুর কাটরা থেকে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত চলাচল করবে এই ‘বন্দে ভারত’ এক্সপ্রেসটি। শুক্রবার এই ট্রেনটিরও উদ্বোধন করবেন মোদী। এ ছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলটির জন্য আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ফরাসি ওপেনের ফাইনালে কারা, দু’টি সেমিফাইনাল

ফরাসি ওপেনের ফাইনালে কারা খেলবেন, জানা যাবে আজ। দু’টি সেমিফাইনাল খেলাই আজ। প্রথম ম্যাচে লড়াই দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ় ও অষ্টম বাছাই লরে়ঞ্জো মুসেত্তির। এই ম্যাচ সন্ধ্যা ৬টা থেকে। এর পর দ্বিতীয় সেমিফাইনালে খেলবেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার ও ষষ্ঠ বাছাই নোভাক জ়োকোভিচ। এই ম্যাচ শুরু হওয়ার কথা রাত ১০:৩০ থেকে। দু’টি খেলাই দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

গাজ়ার পরিস্থিতিতে উদ্বেগ, যুদ্ধবিরতি নিয়ে কী ভাবছে হামাস ও ইজ়রায়েল?

ইজ়রায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষবিরতি এখনও কার্যকর হয়নি। গাজ়ায় যুদ্ধ থামাতে ইজ়রায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে আমেরিকা। তবে এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এই অবস্থায় সাধারণ গাজ়াবাসীর অবস্থা আরও সঙ্কটময় হয়ে উঠছে। ইজ়রায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু হচ্ছে সাধারণ গাজ়াবাসীর। তার উপর রয়েছে খাবারের জন্য হাহাকারও। বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে গাজ়ায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে ‘ভেটো’ প্রয়োগ করেছে আমেরিকা। এই অবস্থায় গাজ়া ভূখণ্ডের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা, এ বার কমবে কি অস্বস্তি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারের পরে আজও কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অস্বস্তি তাতে কমবে না। উল্টে বৃদ্ধি পাবে। আজ থেকে গোটা রাজ্যের তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ থেকে পরের চার দিন এই তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

অভিমন্যু ঈশ্বরনের ভারত এ দলের দ্বিতীয় ম্যাচ, বিপক্ষে ইংল্যান্ড লায়ন্স

ভারত এ দলের ইংল্যান্ড সফর শুরু হয়ে গিয়েছে। আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্ট। চার দিনের ম্যাচ। প্রথম টেস্ট ড্র হয়েছিল। দুই দলের ব্যাটারেরাই সফল হয়েছিলেন। করুণ নায়ার দ্বিশতরান করেছিলেন। অভিমন্যু ঈশ্বরনের দল কী করবে এই ম্যাচে? খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement