News Of The Day

বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি। দিল্লির কূটনীতি কোন পথে। আর কী কী

রাশিয়ার সঙ্গে ব্যবসা করায় ভারতের উপর অসন্তুষ্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে ভারত এবং আমেরিকার কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বিহারে বিশেষ নিবিড় সমীক্ষাকে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। আজ এই মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। বেলা ১২টা নাগাদ বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি হবে। ইতিমধ্যে বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। এই অবস্থায় আজ সুপ্রিম কোর্ট কী জানায় সে দিকে নজর থাকবে।

রাশিয়ার সঙ্গে ব্যবসা করায় ভারতের উপর অসন্তুষ্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে ভারত এবং আমেরিকার কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। যদিও নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে, দেশের স্বার্থের সঙ্গে কোনও আপস করা হবে না। এরই মধ্যে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে ফোনে কথা হয়েছে মোদীর। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা হয়েছে তাঁর। উদ্ভূত কূটনৈতিক পরিস্থিতিতে পর পর এই দুই ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের অভিযোগ, ভারতের সঙ্গে ব্যবসার টাকা দিয়ে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই আবহে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রনেতার সঙ্গে আলাদা ভাবে মোদীর ফোনালাপের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।

Advertisement

আজ ঘোষিত হবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি। ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলই শেষ আটে উঠে গিয়েছে। এই দুই দল কি ১৭ অগস্ট যুবভারতীতে মুখোমুখি হবে? তার উত্তর পাওয়া যাবে আজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ সন্ধ্যা ৭টায়। সেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষিত হওয়ার কথা।

চলতি সপ্তাহে আবার বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে সপ্তাহের মধ্যভাগে কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ দার্জিলিং, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু অংশে হতে পারে অতি প্রবল বৃষ্টি (২০ সেন্টিমিটারের বেশি)। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে (৭ থেকে ১১ সেন্টিমিটার)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement