News Of The Day

রাজ্যের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে। ভারত-পাক সম্পর্ক কোন দিকে। ‘টক টু মেয়র’। আর কী কী

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ স্পষ্ট করে দিয়েছেন, ইসলামাবাদের দাবি মোতাবেক, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হবে না। কথা হবে সন্ত্রাসবাদ আর পিওকে নিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ০৮:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সংঘর্ষবিরতির সপ্তম দিন: ভারত-পাক সম্পর্ক কোন দিকে, সীমান্ত পরিস্থিতি কী

Advertisement

গত শনিবার সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ভারতে হামলা চালিয়েছিল পাকিস্তান। সেই রাতেই ইসলামাবাদকে সংঘর্ষবিরতি না-ভাঙার জন্য সতর্ক করে দিয়েছিল ভারত। তার পর থেকে গত কয়েক দিনে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা মোটের উপর শান্তই ছিল। তবে দু’দেশের মধ্যে উত্তেজনা কমেনি। বৃহস্পতিবার শ্রীনগরে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে রাজনাথ স্পষ্ট করে দিয়েছেন, ইসলামাবাদের দাবি মোতাবেক, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ক‌োনও আলোচনা হবে না। কথা হবে সন্ত্রাসবাদ আর পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) নিয়ে। পাকিস্তানের দিক থেকেও বিভিন্ন ধরনের মন্তব্য উঠে এসেছে গত কয়েক দিনে। এই অবস্থায় আজ ভারত-পাক সংঘর্ষবিরতি পরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে।

রাজ্যের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে

Advertisement

আজ রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর ২টো নাগাদ এই মামলাটির শুনানি হবে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই মামলার শুনানি রয়েছে। এর আগে ১৮ বার এই মামলার শুনানি পিছিয়ে যায়। চলতি সপ্তাহেও ডিএ মামলার শুনানি পিছিয়ে যায়। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই মামলায় দীর্ঘ শুনানি প্রয়োজন রয়েছে। এই অবস্থায় আজ শুনানি শুরু হয় কি না এবং আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলের কোন দলের প্রস্তুতি কেমন? এক দিন আগের সব খবর

কাল থেকে আবার শুরু হয়ে যাচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে আট দিন বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে প্রতিযোগিতা। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে হচ্ছে আইপিএলের প্রত্যাবর্তন। কোন দল কেমন ভাবে প্রস্তুতি নিচ্ছে? কারা খেলতে পারছেন? থাকছে সব দলের সব খবর।

কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি ফিরহাদের

রবীন্দ্র জয়ন্তীর জন্য গত সপ্তাহে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি হয়নি। দু’সপ্তাহ পর আজ ফের ‘টক টু মেয়র’ কর্মসূচি ফিরহাদ হাকিমের। এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর সমস্যার কথা শোনেন মেয়র। সাধারণ মানুষের সমস্যার কথা শোনার পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করবেন তিনি। আজ ‘টক টু মেয়র’ পরবর্তী আলোচনায় বৃষ্টির মরসুমের জন্য কলকাতা পুরসভার প্রস্তুতি সংক্রান্ত বিষয় উঠে আসতে পারে। পাশাপাশি, কলকাতার সাম্প্রতিক অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতিও আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে।

শহরে বিজেপির ‘তিরঙ্গা যাত্রা’, শুরু কলেজ স্কোয়্যার থেকে

পহেলগাঁও কাণ্ডের পর ‘অপারেশন সিঁদুরে’ ভারতীয় সামরিক বাহিনীর পরাক্রমকে সম্মান জানাতে ‘তিরঙ্গা যাত্রা’র ডাক দিয়েছে বিজেপি। আজ কলকাতায় কলেজ স্কোয়্যার থেকে শ্যামবাজার পাঁচ মাথা মোড় পর্যন্ত এই ‘তিরঙ্গা যাত্রা’ করার কথা রয়েছে বঙ্গ বিজেপির। রাজ্য বিজেপির সামনের সারির নেতাদের থাকার কথা রয়েছে এই কর্মসূচিতে। আজ বিজেপির ‘তিরঙ্গা যাত্রা’র দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement