News Of The Day

মলদ্বীপে মোদী, মুইজ্জ়ুর আমলে এই প্রথম। সংসদের অধিবেশন। চতুর্থ টেস্টের তৃতীয় দিন। আর কী নজরে

প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জ়ুর ক্ষমতায় আসার পর এই প্রথম মলদ্বীপে যাচ্ছেন মোদী। ভারত এবং মলদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এই সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ০৭:৫৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

ভারত এবং ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছে। এ বার সেখান থেকে মলদ্বীপে যাচ্ছেন নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জ়ুর ক্ষমতায় আসার পর এই প্রথম সে দেশে যাচ্ছেন মোদী। ভারত এবং মলদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এই সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২৫-২৬ জুলাই মোদীর মলদ্বীপ সফর। সেখানকার ৬০তম জাতীয় দিবস (ন্যাশনাল ডে) উদ্‌যাপনের প্রধান অতিথি হিসাবে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী।

সোমবার সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকে বিহারের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বিরোধিতায় ধারাবাহিক ভাবে কেন্দ্রের উপর চাপ তৈরি করে যাচ্ছে বিরোধী দলগুলি। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে সংসদে আলোচনার দাবি তুলছে কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। বিরোধীদের হট্টগোলে লোকসভা এবং রাজ্যসভা— সংসদের উভয় কক্ষই দফায় দফায় মুলতুবি হয়েছে গত কয়েক দিনে। বৃহস্পতিবার সংসদের বাইরে বিরোধী শিবিরের বিক্ষোভে শামিল হন কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধীও। বিহারে নির্বাচন কমিশনের সমীক্ষা নিয়ে আজ সংসদের ভিতরে এবং বাইরে পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে।

Advertisement

ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসে ভারত করেছে ৩৫৮ রান। ভাঙা পায়েই অর্ধশতরান করেছেন ঋষভ পন্থ। জবাবে ভাল ব্যাট করছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে তাদের ২২৫ রানে ২ উইকেট। আজ তৃতীয় দিনের খেলা। এই টেস্টে লড়াইয়ে ফেরার লক্ষ্যে শুভমন গিলেরা। আজ খেলা শুরু দুপুর সাড়ে ৩টে থেকে। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আজও দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় আজ ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলার কিছু অংশে অতি প্রবল (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই জেলাতেই জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। উত্তরবঙ্গের আট জেলায় আজ ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে হতে পারে ভারী বৃষ্টি। আট জেলাতেই বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement