News Of The Day

ভোটার সমীক্ষা নিয়ে ফের শুনানি সুপ্রিম কোর্টে। বীরভূমে মমতা। সংসদ। আবহাওয়া। আর কী কী নজরে

বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে সোমবারের পর আজও শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এসআইআর-এর ক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ডও পরিচয়পত্র হিসাবে বিবেচনা করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ০৭:৫২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে সোমবারের পর আজও শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এসআইআর-এর ক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ডও পরিচয়পত্র হিসাবে বিবেচনা করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সোমবার মামলার সম্পূর্ণ শুনানি সম্ভব হয়নি। আজ আবার মামলাটি শুনবে শীর্ষ আদালত। আগামী ১ অগস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা কমিশনের। তাতে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হয়নি আদালত। এ অবস্থায় আজ সুপ্রিম কোর্টে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের আজ দ্বিতীয় দিন। আজ সফরের দ্বিতীয় দিনে ইলামবাজারে সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সরকারি পরিষেবা বিতরণের সঙ্গে বেশ কিছু সমাজকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করবেন মমতা। আজ নজর থাকবে এই খবরে।

Advertisement

‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় সোমবার সংসদে বিরোধীদের একের পর এক প্রশ্ন সামলাতে হয়েছে কেন্দ্রকে। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের গৌরব গগৈ, সমাজবাদী পার্টির রামশঙ্কর রাজভর-সহ অন্য বিরোধী সাংসদেরা বক্তৃতা করেছেন। সরকার পক্ষের হয়ে বক্তৃতা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরা। সোমবার দীর্ঘ আলোচনার পরে আজও ‘সিঁদুর’ প্রসঙ্গে সংসদে আলোচনা হবে। আজ সংসদে বক্তৃতা করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

ঘূর্ণাবর্ত, অক্ষরেখা— এই জোড়া ফলায় রাজ্যে দুর্যোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস। আজ হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। বাকি জেলাতেও জারি সতর্কতা। বৃষ্টির পাশাপাশি সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

পরশু বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড শেষ টেস্ট। পাঁচ টেস্টের সিরিজ়ে ১-২ ফলে পিছিয়ে রয়েছে শুভমন গিলের ভারত। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ভারত বীরের মতো লড়াই করে ড্র করেছে। দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর মনে হয়েছিল ভারত ম্যাচ এবং সিরিজ় হেরে যাবে। কিন্তু ম্যাচ বাঁচিয়ে সিরিজ়ে টিকে রয়েছে ভারত। ওভালে নামার আগে দুই দলের সব খবর।

গাজ়া ভূখণ্ডে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইজ়রায়েলের সংঘর্ষবিরতি এখনও হয়নি। বিধ্বস্ত গাজ়ায় খাদ্যসঙ্কট আরও তীব্র হচ্ছে। ত্রাণসামগ্রী পৌঁছালেও আশঙ্কা এখনও কাটছে না। গাজ়ায় খাবারের জন্য হাহাকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, “টেলিভিশনে দেখছি ওখানে শিশুরা ক্ষুধার্ত। গাজ়াবাসীর দ্রুত খাদ্য এবং সুরক্ষার প্রয়োজন।” গাজ়ায় খাদ্যসঙ্কটের পরিস্থিতি অস্বীকার করা যায় না বলেই মনে করছেন ট্রাম্প। তাঁর মতে, গাজ়ায় খাবারের জন্য হাহাকার দূর ইজ়রায়েল যা পদক্ষেপ করছে, তা পর্যাপ্ত নয়। এ অবস্থায় গাজ়ার পরিস্থিত কেমন থাকে, সাধারণ প্যালেস্টাইনিদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছাচ্ছে কি না, সে দিকে নজর থাকবে আজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement