Tourist Spots of Kashmir

পহেলগাঁও কাণ্ডের পরে বন্ধ হওয়া পর্যটনকেন্দ্রগুলি ধাপে ধাপে খোলা হবে, প্রথম দফায় কোন আটটি?

পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলার পরে জম্মু ও কাশ্মীরের ৪৮টি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এ বার সেগুলিকে ফের পর্যটকদের জন্য ধাপে ধাপে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

Advertisement
শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৯:১০
Share:

কাশ্মীরের বন্ধ হওয়া পর্যটনকেন্দ্রগুলি পুনরায় খোলার সিদ্ধান্ত। —ফাইল চিত্র।

জম্মু ও কাশ্মীরে বন্ধ হয়ে যাওয়া পর্যটনকেন্দ্রগুলি ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ। পহেলগাঁওয়ের বৈসনর উপত্যকায় গত ২২ এপ্রিল জঙ্গিদের হত্যালীলার পরে নিরাপত্তাজনিত কারণে জম্মু ও কাশ্মীরের ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বার সেগুলি ধাপে ধাপে সচল করার সিদ্ধান্ত নিল প্রশাসন।

Advertisement

প্রথম দফায় আটটি পর্যটনকেন্দ্রকে পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। এই তালিকায় রয়েছে পহেলগাঁওয়ের বেতাব উপত্যকা এবং পহেলগাঁও বাজার এলাকার কাছাকাছি পার্কগুলি। এ ছাড়া অনন্তনাগ জেলার ভেরিনাগ, কোকের নাগ, আছাবলও পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ এপ্রিলের জঙ্গিহানার পর থেকে শ্রীনগরের বেশ কিছু অঞ্চলও বন্ধ রাখা হয়েছিল। শনিবার লেফটেন্যান্ট গভর্নর জানান, শ্রীনগরের বাদামওয়ারি পার্ক, ডাক পার্ক, তকদির পার্ক খুলে দেওয়া হবে প্রথম ধাপেই। যদিও কবে থেকে এই আটটি পর্যটনস্থল পুনরায় খোলা হবে, সেই দিনক্ষণ জানাননি লেফটেন্যান্ট গভর্নর।

গত ২২ এপ্রিল অনন্তনাগের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৬ জন পর্যটক। নিহতদের মধ্যে একজন স্থানীয় সহিস, বাকিরা সকলেই পর্যটক। নেপালের এক পর্যটকেরও মৃত্যু হয় ওই জঙ্গিহানায়। ওই ঘটনার পরেই ২৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য জম্মু ও কাশ্মীরের ৪৮টি জনপ্রিয় পর্যটনস্থল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয় সিনথান টপ, ইউসমার্গ, বাঙ্গাস ভ্যালি, শ্রুঞ্জ জলপ্রপাত, গোগালদারা, কামানপোস্ট এবং অষ্টান্মার্গ। এ ছাড়াও বন্ধ রয়েছে তৌসিমায়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, চান্দিগাম, উলার, রামপোরা প্রভৃতি এলাকা।

Advertisement

উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ হওয়া পর্যটনকেন্দ্রগুলির মধ্যে ছিল রাজপোরা, চিয়ারহার, মুন্দিজ-হামাম-মারকুট জলপ্রপাত, খাম্পু, বসনিয়া, সূর্য মন্দির, ভেরিনাগ গার্ডেন, আকদ পার্ক, হাব্বা খাতুন পয়েন্ট, বাবরেশি, রিঙ্গাওয়ালি, বাদেরকোট, নাম্বলান জলপ্রপাত, ইকো পার্ক খাদনিয়ার, সাঙ্গারওয়ানি, জামিয়া মসজিদ, বাদামওয়ারি, রাজোরি কাদাল হোটেল, আইভরি হোটেল, পাড়শাপাল রিসর্ট, চেরি ট্রি রিসর্ট, নর্থ ক্লিফ ক্যাফে, ফরেস্ট হিল কটেজ, ইকো ভিলেজ রিসর্ট (দারা), অষ্টান্মার্গ প্যারাগ্লাইডিং পয়েন্ট, মামনেথ এবং মহাদেব পাহাড়, বৌদ্ধ মঠ, দাচিগাম এবং নারানাগ। এ বার সেগুলিকে পর্যটকদের জন্য পুনরায় ধাপে ধাপে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement