Train

শিশুকে উদ্ধারে ছুটল ২৪০ কিলোমিটার ট্রেন

সিসি ক্যামেরায় আরপিএফের আধিকারিকেরা দেখেন, এক ব্যক্তি একটি ছোট মেয়েকে নিয়ে রাপ্তী সাগর সুপারফাস্ট এক্সপ্রেসে উঠেছেন।

Advertisement

সংবাদ সংস্থা 

ভোপাল শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ০৪:৩৯
Share:

প্রতীকী চিত্র।

অপহরণকারীর হাত থেকে তিন বছরের একটি শিশুকন্যাকে উদ্ধার করতে নজিরবিহীন ঘটনা ঘটাল রেল। অপহরণকারী ট্রেনে রয়েছে, এমন ইঙ্গিত পেয়ে কোনও স্টেশনে না দাঁড়িয়ে টানা প্রায় ২৪০ কিলোমিটার ছুটল একটি ট্রেন। শিশুটিকে উদ্ধারের পরে অবশ্য দেখা যায়, অভিযুক্ত আর কেউ নন, মেয়েটিই বাবা।

Advertisement

উত্তরপ্রদেশের ললিতপুর স্টেশনে এসে গত সোমবার রেলওয়ে প্রটেকশন ফোর্সের (আরপিএফ) কাছে এক মা অভিযোগ করেন, তাঁর তিন বছরের মেয়েকে ছিনিয়ে নিয়ে সম্ভবত ট্রেনে চড়ে বসেছে এক ব্যক্তি। সিসি ক্যামেরায় আরপিএফের আধিকারিকেরা দেখেন, এক ব্যক্তি একটি ছোট মেয়েকে নিয়ে রাপ্তী সাগর সুপারফাস্ট এক্সপ্রেসে উঠেছেন। খবর যায় ঝাঁসি স্টেশনে। কন্ট্রোল রুমে অনুরোধ করা হয়, ট্রেনটিকে মাঝপথে কোনও স্টেশনে না থামিয়ে যেন সোজা ভোপাল জংশনে নিয়ে যাওয়া হয়। ভোপাল পৌঁছনোর পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। হেফাজতে নেওয়া হয় ‘অপহরণকারী’কে। জানা যায়, ওই ব্যক্তি আসলে শিশুটির বাবা। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। এর পরে ললিতপুরে বাড়িতে ফেরানো হয় বাবা-মেয়েকে। পরিবারের সঙ্গে আলোচনা করে বিবাদ মেটানোরও চেষ্টা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন