তিন তালাক বিল নিয়ে আজ তৈরি দু’পক্ষই

লোকসভায় সরকারের সংখ্যার জোরে পাশ করিয়ে নেওয়া তিন তালাক বিলের পরীক্ষা এ বারে রাজ্যসভায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ০২:৫৮
Share:

—প্রতীকী ছবি।

লোকসভায় সরকারের সংখ্যার জোরে পাশ করিয়ে নেওয়া তিন তালাক বিলের পরীক্ষা এ বারে রাজ্যসভায়। আগামিকাল বছরের শেষ দিনেই বিলটি উচ্চকক্ষে পাশ করাতে চাইছে সরকার। অন্য দিকে সেটিকে সংসদীয় কমিটিতে পাঠানোর ব্যাপারে একজোট বিরোধীরা।

Advertisement

বছরের শেষ দিন আর নতুন বছরের প্রথম দিনে সংসদে ছুটির দাবি তুলেছিলেন অনেক সাংসদ। কিন্তু রাজি হয়নি সরকার। গত সপ্তাহে তিন তালাকের বিলটি যখন সরকার লোকসভায় আনে, তখনই কংগ্রেস, তৃণমূল, বাম-সহ অন্য বিরোধীরা যৌথ সংসদীয় সিলেক্ট কমিটিতে সেটিকে পাঠানোর দাবি তোলে। বিরোধীদের আপত্তি উপেক্ষা করেই বিলটি সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করিয়ে নেয় সরকারপক্ষ। কিন্তু রাজ্যসভায় সরকার সংখ্যালঘু। বছরের শেষ দিনে নানা দলের সাংসদ কম থাকবেন, এমনটা ভেবেই আগামিকাল বিলটি উচ্চকক্ষে আনার কৌশল নিয়েছে সরকারপক্ষ।

কিন্তু বসে নেই বিরোধীরাও। কংগ্রেস নিজের দলের সাংসদদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে। সকালে সব বিরোধী দলকে নিয়ে রাজ্যসভার কৌশল তৈরি করতে বৈঠকেও বসবে। সুপ্রিম কোর্ট তাৎক্ষণিক তিন তালাক বা তালাক-ই-বিদ্দতকে ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’ বলার পরেই এটিকে ফৌজদারি অপরাধ বলে বিল এনেছিল নরেন্দ্র মোদী সরকার। লোকসভায় বিল পাশের পরে এই রাজ্যসভাতেই তা আটকে যায়। সরকার অধ্যাদেশ আনে। বিলে কিছু সংশোধন করে ফের লোকসভায় তা পাশ করায়। কিন্তু বিরোধীদের মনোভাব দেখে সরকারের আশঙ্কা, রাজ্যসভার বাধা এ বারেও পার করা যাবে কি?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement