করিমগঞ্জে বাংলাদেশ সীমান্তে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। ছবি: উত্তম মুহুরী।
অসম-ত্রিপুরা জাতীয় সড়কে কাজের অগ্রগতি দেখে খুশি নন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।
আজ চূড়াইবাড়ি থেকে বদরপুর পর্যন্ত ৬ এবং ৮ নম্বর জাতীয় সড়ক পরিদর্শন করার পর করিমগঞ্জের আবর্ত ভবনে তথাগতবাবু জানান, কিছু দিনের মধ্যেই বর্ষা শুরু হয়ে যাবে। জাতীয় সড়কের কাজ যতটা দ্রুতগতিতে হওয়ার কথা ছিল, সে ভাবে হয়নি। এ বারের বর্ষাতেও অসমের বেহাল রাস্তার জন্য দুর্ভোগে পড়তে পারে ত্রিপুরা। তিনি জানান, ওই সড়কের কাজ নিয়ে তাঁর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর কথা হয়েছে। আলোচনা করেছেন অসমের মুখ্যসচিবের সঙ্গেও।
পড়শি রাজ্যের রাজ্যপালের বক্তব্য, কাজের ঠিকা দেওয়া নিয়ে সমস্যা হওয়ায় দীর্ঘদিন ওই সড়কে কাজ হয়নি। আগের ঠিকাদার সংস্থার কিছু জিনিস জোর করে আটকে রাখা হয়েছিল। তার জেরে সংস্থাটি মাঝপথে কাজ ফেলে চলে যায়। রাজ্যপালের কথায়, ‘‘ওই সড়ক অসমের জমিতে থাকলেও সেটি কার্যত ত্রিপুরার জীবনরেখা। ত্রিপুরার পণ্যসামগ্রী যায় করিমগঞ্জ দিয়েই। অসমের রাস্তা বেহাল থাকলে তাতে সমস্যা হয়।’’ পরিদর্শনের সময় তথাগতবাবু করিমগঞ্জের স্টিমারঘাট রোডে সিআরপি-র অস্থায়ী শিবির থেকে বাংলাদেশের জকিগঞ্জ এলাকা পরিদর্শন করেন। পরে তিনি সড়কপথে শিলচরে যান।