India-Paksitan Conflict

বিমানবন্দরের পরিষেবায় আর নয় পাক সমর্থক তুরস্কের সংস্থা, কেন্দ্র বাতিল করল ‘সুরক্ষা ছাড়পত্র’

ভারতের কয়েকটি বিমানবন্দর পরিচালনা এবং পরিষেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশন! বৃহস্পতিবার তাদের ‘সুরক্ষা ছাড়পত্র’ বাতিল হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ২১:১৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিতর্কের আবহে তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশনের ‘সুরক্ষা ছাড়পত্র’ বাতিল করল কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের মোট ন’টি বিমানবন্দরে পরিচালনা এবং পরিষেবা-ক্ষেত্রের সঙ্গে জড়িত সেলেবি অ্যাভিয়েশন নিয়ন্ত্রিত সংস্থা ‘সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর ‘সুরক্ষা ছাড়পত্র’ প্রত্যাহার করা হয়েছে।

Advertisement

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ভারতের বিমানবন্দরগুলিতে কাজ করতে পারবে না সংশ্লিষ্ট সংস্থাটি। প্রসঙ্গত, পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরে খোলাখুলি পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ান। তাদেরই দেওয়া ড্রোন ব্যবহার করে ভারতের জনবসতি এবং সামরিক পরিকাঠামোর উপর আঘাত হানার চেষ্টা করেছে পাক ফৌজ। এমনকি, সংঘাতের আবহেও বিমানবোঝাই অস্ত্র আঙ্কারা থেকে ইসলামাবাদে পৌঁছেছিল বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে ভারতের কয়েকটি বিমানবন্দর পরিচালনা এবং পরিষেবা-ক্ষেত্রে সেলেবি অ্যাভিয়েশনের অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। পুরো বিষয়টিতে নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। কারণ ভারতীয় বিমানবন্দরগুলি পরিচালনায় থাকার কারণে নিরাপত্তাজনিত স্পর্শকাতর তথ্য হাতে আসত তুরস্কের ওই সংস্থাটির। এ ক্ষেত্রে অন্তর্ঘাত ঘটলে বড় বিপর্যয় কার্যত নিশ্চিত।

Advertisement

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি সেলেবি অ্যাভিয়েশনের কার্যকলাপের উপর নজরদারি শুরু করেছে বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছিল। বৃহস্পতিবার কেন্দ্রের নির্দেশিকা কার্যত সেই দাবিরই সত্যতা প্রমাণ করল বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ১৯৫৮ সালে তুরস্কের প্রথম ব্যক্তিগত মালিকানাধীন ‘গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা’ হিসাবে প্রতিষ্ঠা হয়েছিল সেলেবির। এখন ভারত-সহ বিশ্বের বিমানবন্দর পরিচালনা ও পরিষেবা প্রদানকারী অন্যতম সংস্থা এটি। র‌্যাম্প হ্যান্ডলিং, যাত্রী এবং কার্গো পরিচালনা, মালবহন ও গুদামজাত করা সংক্রান্ত ব্যবস্থাপনা, সেতু (জেট ব্রিজ) পরিচালনা, সাধারণ বিমান চলাচল এবং প্রিমিয়াম বিমানবন্দর লাউঞ্জ পরিষেবার কাজে জড়িত সেলেবি। ভারত-সহ বিশ্বের ছ’টি দেশে ৭০টিরও বেশি বিমানবন্দরে ছিল তাদের কার্যকলাপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement