Kashish Chaudhary

অশান্ত বালোচিস্তানে বড় দায়িত্বে হিন্দু মহিলা কাশিশ চৌধরি, পাকিস্তানের ইতিহাসে এই প্রথম

বালোচিস্তানের ইতিহাসে এই প্রথম বার কোনও হিন্দু মহিলা প্রাদেশিক সরকারের সহকারী কমিশনার পদের দায়িত্ব নিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৬:২৫
Share:

বালোচিস্তানের প্রথম হিন্দু মহিলা সহকারী কমিশনার হলেন কাশিশ চৌধরি। ছবি: সংগৃহীত।

বিদ্রোহীদের হামলায় ধারাবাহিক ভাবে রক্ত ঝরে চলেছে বালোচিস্তানে। তার মধ্যে নতুন ইতিহাস গড়ল পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। বালোচিস্তান তথা পাকিস্তানের ইতিহাসে এই প্রথম বার কোনও হিন্দু মহিলা প্রাদেশিক সরকারের সহকারী কমিশনার পদের দায়িত্ব নিয়েছেন।

Advertisement

বালোচিস্তান পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষায় উত্তীর্ণ কাশিশ চৌধরি গড়লেন এই ইতিহাস। ওই প্রদেশেরই চাগাই জেলার প্রত্যন্ত শহর নোশকির বাসিন্দা তিনি। সাম্প্রতিক সময়ে যেখানে পাক সেনা এবং আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের উপর একাধিক হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। দায়িত্ব নেওয়ার আগে সোমবার বাবা গিরধারী লালের সঙ্গে গিয়ে কোয়েটায় বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির সাথে দেখা করেন কাশিশ। পরে বলেন, ‘‘নারী ও সংখ্যালঘুদের ক্ষমতায়নের জন্য কাজ করার চেষ্টা করব আমি।’’

পুরুষ প্রভাবিত পাক প্রশাসনে ‘অর্ধেক আকাশে’র প্রতিনিধিত্ব যৎসামান্য। তার মধ্যে সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর মহিলারা কার্যত ব্রাত্য। পাকিস্তানের হিন্দু জনসংখ্যার প্রায় ৮০ শতাংশই সিন্ধু প্রদেশের বাসিন্দা। ২০২২ সালে মানেশ রোপেতা হন সিন্ধুর রাজধানী করাচিতে পুলিশ সুপারিনটেনডেন্ট হিসেবে নিযুক্ত প্রথম হিন্দু মহিলা। আর এক হিন্দু মহিলা পুষ্পকুমারী কোহলি কয়েক বছর আগে সিন্ধু পাবলিক সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি এখন করাচি পুলিশে সাব-ইন্সপেক্টর হিসাবে কর্মরত। ২০১৯ সালে সিন্ধু প্রদেশেরই শাহদাদকোটে প্রথম হিন্দু মহিলা বিচারক হিসাবে নিযুক্ত হওয়ার নজির গড়েছিলেন সুমনপবন বোদানী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement