স্কাইপে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে আত্মঘাতী টিভি অ্যাঙ্কর

স্কাইপ ভিডিও-তে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতেই আত্মঘাতী হলেন একটি তেলুগু টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কর। বুধবার। সেকেন্দরাবাদ শহরে রেল স্টেশনের কাছেই সিন্ধি কলোনির একটি পেয়িং গেস্ট হস্টেলে ঘরের সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে তাঁকে ঝুলতে দেখা যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ১৯:৩৬
Share:

সেই নিরোশা।

স্কাইপ ভিডিও-তে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতেই আত্মঘাতী হলেন একটি তেলুগু টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কর। বুধবার।

Advertisement

সেকেন্দরাবাদ শহরে রেল স্টেশনের কাছেই সিন্ধি কলোনির একটি পেয়িং গেস্ট হস্টেলে ঘরের সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে তাঁকে ঝুলতে দেখা যায়।

পুলিশ জানাচ্ছে, বুধবার কানাডায় তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে স্কাইপ ভিডিওয় কথা বলছিলেন তেলুগু টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কর নিরোশা। নিরোশার বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পেরেছে, কথা বলতে বলতেই শুরু হয়ে যায় কথা কাটাকাটি। ওই সময়েই নিরোশা আত্মহত্যা করবেন বলে হুমকি দেন তাঁর বয়ফ্রেন্ডকে। আর ওই হুমকি দেওয়ার সঙ্গে সঙ্গেই স্কাইপ যোগাযোগ কেটে দেন নিরোশা। তাতেই সন্দেহ হয় কানাডায় থাকা নিরোশার বয়ফ্রেন্ডের। তিনি সঙ্গে সঙ্গে নিরোশার হস্টেলের কাছাকাছি থাকা তাঁর এক বন্ধুকে ফোন করে বলেন, দেরি না করে নিরোশার খোঁজখবর নিতে। যাতে সে কিছু না করে বসে। কিন্তু নিরোশার বয়ফ্রেন্ড যাঁকে ফোন করেছিলেন, তিনি নিরোশার কাছে পৌঁছতে একটু দেরি করে ফেলেন। হস্টেলে পৌঁছে নিরোশার রুমে গিয়ে তিনি দেখেন, ঘরের সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন নিরোশা। ২৩ বছর বয়সের ওই মিউজিক টেলিভিশন অ্যাঙ্কর বহু নিউজ চ্যানেলেও অ্যাঙ্কারিং করেছেন।

Advertisement

আরও পড়ুন- বারমুডা ট্র্যাঙ্গেল রহস্য কি ভেদ হল এবার?

রামগোপালপেট থানার পুলিশ জানাচ্ছে, ঠিক কী কারণে নিরোশা আত্মঘাতী হয়েছেন, তা বোঝা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় একটি মামলা রুজু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement