Twitter

ভুয়ো খবর ঠেকাতে কী কী ব্যবস্থা, রাহুলকে বোঝালেন টুইটারের সিইও

সোমবার রাহুলের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন টুইটারের সিইও তথা কো-ফাউন্ডার জ্যাক। বেশ কিছু ক্ষণ তাঁদের মধ্যে আলোচনা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১৭:৩১
Share:

রাহুল গাঁধীর সঙ্গে আলোচনায় জ্যাক ডরসি। রাহুল গাঁধীর টুইটার থেকে।

কী ভাবে টুইটারকে গঠনমূলক আলোচনার জন্য আরও বেশি করে ব্যবহার করা যায়? কী ভাবে বন্ধ করা সম্ভব টুইটারে ভুয়ো খবরের রমরমা? কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে টুইটার সিইও জ্যাক ডরসির একান্ত আলোচনায় উঠে এল সেই প্রসঙ্গ।

Advertisement

সোমবার রাহুলের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন টুইটারের সিইও তথা কো-ফাউন্ডার জ্যাক। বেশ কিছু ক্ষণ তাঁদের মধ্যে আলোচনা হয়।

পরে রাহুল টুইট করে এই সাক্ষাৎকারের প্রসঙ্গটি জানান। তিনি লেখেন, ‘‘বিশ্বব্যাপী কথোপকথনের সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হল টুইটার। এই কথোপকথনকে আরও গঠনমূলক করার বিষয়টি নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। এ প্রসঙ্গে ভুয়ো খবরের রমরমা বন্ধ করতে টুইটার বেশ কিছু পদক্ষেপ করছে বলেও জানান সিইও।’’

Advertisement

আরও পড়ুন: মুখবন্ধ খামে রাফাল চুক্তির তথ্য সুপ্রিম কোর্টে জমা দিল কেন্দ্র

এই মুহূর্তে বিশ্বব্যাপী প্রায় ৩৪ কোটি মানুষ টুইটার ব্যবহার করেন। সুস্থ, গঠনমূলক মতামত আদানপ্রদানের ক্ষেত্রে এর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন রাহুল। পাশাপাশি রাহুল বলেন, ‘‘এ দিনের সাক্ষাৎকার ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক।’’

আরও পড়ুন: জঙ্গির সঙ্গে লড়াই করে ‘হিরো’ মেলবোর্নের রজার্স, দু’দিনেই পেলেন ৫২ লাখ!

গত সপ্তাহেই ভারতে আসেন টুইটারের সিইও। রাহুল গাঁধী ছাড়া তিনি গত সপ্তাহে দলাই লমার সঙ্গেও সাক্ষাৎ করেন। এ দিন জ্যাক জানান, কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গেও দেখা করার পরিকল্পনা আছে তাঁর।

(ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদের দেশ বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন