Singapore

সিঙ্গাপুরে যৌনকর্মীদের মারধরের পর টাকা লুট! দুই ভারতীয় পর্যটককে পাঁচ বছরের কারাদণ্ড, ১২ বার বেত্রাঘাতের নির্দেশ

দ্য স্ট্রেট টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে ডাকাতি এবং হামলার অভিযোগে গ্রেফতার করে মামলা রুজু করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৪:২৬
Share:

প্রতীকী ছবি।

সিঙ্গাপুরে দুই ভারতীয় পর্যটকের বিরুদ্ধে দুই যৌনকর্মীকে মারধর এবং তাঁদের টাকা লুট করার ঘটনায় দোষী সাব্যস্ত করল সেখানকার আদালত। দ্য স্ট্রেট টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে ডাকাতি এবং হামলার অভিযোগে গ্রেফতার করে মামলা রুজু করা হয়েছিল। অভিযুক্ত দুই পর্যটককে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১২ বার বেত দিয়ে মারার নির্দেশ দিল স্থানীয় আদালত।

Advertisement

দ্য স্ট্রেট টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ এপ্রিল সিঙ্গাপুরে বেড়াতে গিয়েছিলেন দুই ভারতীয় যুবক। আদালতে অভিযোগকারীদের আইনজীবী জানান, দুই যুবক যখন লিটল ইন্ডিয়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন, সেই সয়ম এক ব্যক্তি তাঁদের কাছে আসেন এবং দুই যৌনকর্মীর ফোন নম্বর দিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ওই ব্যক্তির দেওয়া দু’টি ফোন নম্বরের মধ্যে একটিতে যোগাযোগ করেন দুই পর্যটক। অভিযোগ, তাঁর পরিকল্পনা করেন ওই যৌনকর্মীর কাছ থেকে টাকাপয়সা লুট করবেন।

অভিযোগ, সেই মতো একটি হোটেলে দেখা করার সিদ্ধান্ত নেওয়া হয়। হোটেলে ওই যৌনকর্মী আসামাত্রই তাঁর হাত-পা বেঁধে মারধর করা হয়। তার পর তাঁর গয়না, টাকা, পাসপোর্ট এবং ব্যাঙ্কের কার্ড ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি। ওই দিনই দ্বিতীয় যৌনকর্মীর সঙ্গে যোগাযোগ করেন দুই যুবক। অন্য একটি হোটেলে দেখা করার সিদ্ধান্ত নেন তাঁরা। অভিযোগ, ওই যৌনকর্মী হোটেলের ঘরে ঢোকামাত্রই তাঁকে মারধর করে সব কেড়ে নেওয়া হয়। তার পরই পুলিশে অভিযোগ দায়ের করেন দুই যৌনকর্মী। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় দুই ভারতীয় পর্যটককে। দ্য স্ট্রেট টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আদালতে মামলা উঠলে দু’জনকে দোষী সাব্যস্ত করা হয়। তাঁদের পাঁচ বছরের কারাদণ্ড এবং ১২ বাব বেত্রাঘাতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement