—প্রতীকী চিত্র।
যাঁদের জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছিল, সেই জনজাতি পরিবারের তিন সদস্যই এগিয়ে এসেছিলেন ধৃত দুই খ্রিস্টান সন্ন্যাসিনীর সমর্থনে। উঠেছিল প্রতিহিংসাজনিত পদক্ষেপের অভিযোগ। শেষ পর্যন্ত ছত্তীসগঢ়ের বিলাসপুরের বিশেষ আদালত ধৃত দুই ক্যাথলিক খ্রিস্টান সন্ন্যাসিনীর (নান) জামিনের আবেদন মঞ্জুর করল।
ধৃতদের এক সহযোগীকেও শনিবার জামিন দিয়েছে আদালত। গত ২৫ জুলাই দুর্গ রেলস্টেশন থেকে আদতে কেরলবাসী ওই দুই খ্রিস্টান সন্ন্যাসিনীকে গ্রেফতার করেছিল বিজেপি শাসিত ছত্তীসগঢ়ের পুলিশ। তাঁদের বিরুদ্ধে মানব পাচার এবং জোর করে ও প্রলোভন দেখিয়ে জনজাতিদের (আদিবাসী) ধর্মান্তরিত করার অভিযোগ আনা হয়েছিল। কিন্তু যে পরিবারগুলিতে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছিল, তারা পুলিশের দাবি সমর্থন করেনি।
এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ ওঠে। আদিবাসী খ্রিস্টান সংগঠনগুলি বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে। শেষ পর্যন্ত শুক্রবার শুনানিপর্বে সরকারি আইনজীবী জামিনের আবেদনের বিরোধিতা করেননি। ফলে জামিন পেয়ে যান ধৃত দুই নান। তাঁদের আইনজীবী অমৃত দাস শনিবার বলেন, ‘‘আমার মক্কেলরা নির্দোষ। বিচারক মনে করেছেন হেফাজতে রাখার কোনও প্রয়োজন নেই। তাই জামিন মঞ্জুর হয়েছে।’’