National news

চোর সন্দেহে নাবালকের যৌনাঙ্গে পেট্রোল ইঞ্জেকশন

মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নাবালক-সহ চার জনকে বেধড়ক পিটিয়ে যৌনাঙ্গে পেট্রোল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠল সমাজবাদী নেতার ভাইয়ের বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ১০:৩২
Share:

প্রতীকী ছবি।

মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নাবালক-সহ চার জনকে বেধড়ক পিটিয়ে যৌনাঙ্গে পেট্রোল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠল সমাজবাদী নেতার ভাইয়ের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ঘটনা। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, গাজিয়াবাদের লোনি এলাকায় সমাজবাদী পার্টির স্থানীয় নেতার ভাই রিজ্জুর একটি ডেয়ারি রয়েছে। তাঁর ফোন চুরি হয়ে যাওয়ায় চার জনকে সন্দেহ করেন রিজ্জু। দুই নাবালক-সহ ওই চার জনকে নিজের ডেয়ারিতে ডেকে আনেন তিনি। অভিযোগ, সেখানে রিজ্জুর সঙ্গে আরও দু’জন মিলে ওই চার জনকে বেধড়ক মারধর করেন। তার পর তাঁদের যৌনাঙ্গে পেট্রোল ইঞ্জেকশন দেন।

গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ওই চার জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। দুই নাবালকের অস্ত্রোপচারও করতে হয় বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

ঘটনার পর থেকেই রিজ্জু ও তাঁর দুই সহযোগী পলাতক ছিলেন। তদন্তে নেমে পুলিশ রিজ্জু ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করে। অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর...

মেইতেইদের নয় নাগা গ্রাম, দাবি জেলিয়াংয়ের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement