জোর করে বিমানের ককপিটে ঢোকার চেষ্টা দুই যাত্রীর! — প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিমান ওড়ার ঠিক আগের মুহূর্তে বিপত্তি! বিমানকর্মীদের বাধা না মেনে জোর করে ককপিটে ঢোকার চেষ্টা করলেন দুই যাত্রী। যার জেরে সাত ঘণ্টা দেরিতে উড়ল মুম্বইগামী স্পাইসজেটের বিমান। সোমবার দিল্লি বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। শেষমেশ অশান্তি সৃষ্টিকারী দুই যাত্রীকে নামিয়ে বাকিদের নিয়ে নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা দেরিতে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানটি।
সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আম্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কথা ছিল স্পাইসজেটের এসজি ৯২৮২ বিমানটির। কিন্তু ওড়ার ঠিক আগের মুহূর্তে অশান্তি বাধান দুই যাত্রী। নিজেদের আসন ছেড়ে উঠে গিয়ে জোর করে ককপিটে ঢুকে পড়ার চেষ্টা করেন তাঁরা। কেবিন ক্রু এবং বাকি যাত্রীরা তাঁদের থামানোর চেষ্টা করলেও লাভ হয়নি। চিৎকার শুনে বেরিয়ে আসেন ক্যাপ্টেনও। তিনিও ওই দুই যাত্রীকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু কোনও কথাই শুনছিলেন না তাঁরা। শেষমেশ দুই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এ সবের জেরে নির্ধারিত সময়ের সাত ঘণ্টা দেরিতে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানটি।
বিবৃতি দিয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে স্পাইসজেট। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সোমবার মুম্বইগামী ‘এসজি ৯২৮২’ বিমানের দুই যাত্রী ওড়ার মুহূর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। কেবিন ক্রু, সহযাত্রী এবং ক্যাপ্টেনের বার বার অনুরোধ সত্ত্বেও তাঁরা আসনে ফিরে যাননি, বরং জোর করে ককপিটে ঢোকার চেষ্টা করতে থাকেন।’’ স্পাইসজেটের একজন মুখপাত্র জানিয়েছেন, বাকি যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে শেষমেশ ক্যাপ্টেন বিমান না ওড়ানোর সিদ্ধান্ত নেন। অবাধ্য দুই যাত্রীকে বিমান থেকে নামিয়ে তুলে দেওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আধাসামরিক বাহিনী সিআইএসএফ-এর হাতে।