Gandhinagar Typhoid Outbreak

গান্ধীনগরে টাইফয়েডের প্রাদুর্ভাব! হাসপাতালে ভর্তি একশোরও বেশি, পরিস্থিতি নজরে রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ

প্রশাসন সূত্রে খবর, শিশু-সহ ১০৪ জন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেলাশাসকের সঙ্গে গোটা পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৮:১৬
Share:

টাইফয়েড আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে গান্ধীনগর হাসপাতালে। ছবি: পিটিআই।

গুজরাতের গান্ধীনগরে টাইফয়েডের আতঙ্ক বাড়ছে। গত তিন দিনে সংক্রমণ আরও বেড়েছে। হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা বাড়ছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর একশোরও বেশি মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। শনিবার গান্ধীনগর সরকারি হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, শিশু-সহ ১০৪ জন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেলাশাসকের সঙ্গে গোটা পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন। তিনি নিজেও পরিস্থিতির উপর নজর রাখছেন বলে সূত্রের খবর। উপমুখ্যমন্ত্রী সাঙ্ঘভি জানিয়েছেন, অতিরিক্ত জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিকদের হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখার কথা বলা হয়েছে। রোগীদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, সেই দিকটাও দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

উপমুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ২২ জন চিকিৎসককে নিয়ে একটি দল গঠন করা হয়েছে। তাঁরা আক্রান্তদের চিকিৎসা করছেন। তাঁদের উপর নজরদারি চালাচ্ছেন। হাসপাতালের সুপার চিকিৎসক মিতা পারেখ জানিয়েছেন, সেক্টর ২৪, ২৫, ২৬ এবং ২৮ থেকেই বেশি রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। তবে রোগীদের সকলের অবস্থা স্থিতিশীল। ওই এলাকাগুলি থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই জল পান করার যোগ্য নয় বলেও দাবি করেছেন হাসপাতাল সুপার। গান্ধীনগর পুরসভা থেকে স্বাস্থ্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। জল ফুটিয়ে পান করার জন্য এলাকার বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement