Russian Drone

‘ইরানের নকশায় তৈরি রাশিয়ার ঘাতক ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ রয়েছে’! অভিযোগ ইউক্রেনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সরকার ‘ড্রোন-কাণ্ডে’ জড়িয়েছে ইরানকেও। তাদের অভিযোগ, তেহরানের নকশায় তৈরি ওই রুশ ড্রোনেই ব্যবহার করা হচ্ছে ভারতীয় যন্ত্রাংশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ২১:৫৫
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

ইউক্রেনে হামলা চালাতে রুশ সেনা যে ড্রোন ব্যবহার করছে তাতে ভারতীয় যন্ত্রাংশ রয়েছে বলে অভিযোগ তুলল কিভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সরকার ‘ড্রোন-কাণ্ডে’ জড়িয়েছে ইরানকেও। তাদের অভিযোগ, তেহরানের নকশায় তৈরি ওই রুশ ড্রোনেই ব্যবহার করা হচ্ছে ভারতীয় যন্ত্রাংশ।

Advertisement

মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্প নিশানা করেছেন ভারতকে। কিভের বিরুদ্ধে হামলা চালাতে নয়াদিল্লি কার্যত মস্কোকে আর্থিক সহায়তা করছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। এই আবহে ইউক্রেনের অভিযোগের জেরে আন্তর্জাতিক মঞ্চে ভারতের উপর চাপ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেন সেনার একটি রিপোর্ট উদ্ধৃত করে কয়েকটি পশ্চিমী সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, গত বছরই ভ্লাদিমির পুতিনের সেনার ড্রোন ‘শাহিদ-১৩৬’-এ ভারতীয় যন্ত্রাংশের উপস্থিতি পাওয়া গিয়েছিল। জ়েলেনস্কির সরকার ইতিমধ্যেই নয়াদিল্লি এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে এ বিষয়ে অবহিত করেছে। রুশ ড্রোনের ভোল্টেজ রেগুলেটর ইউনিটে ‘ইন্টারটেকনোলজি’র তৈরি ‘ব্রিজ রেক্টিফায়ার ই৩০০৩৫৯’ এবং উপগ্রহ নিয়ন্ত্রিত দিক্‌নির্দেশক ব্যবস্থা (স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম)-য় ‘অরা সেমিকন্ডাক্টর’-এর তৈরি ‘সিগন্যাল জেনারেটর এইউ৫৪২৬এ চিপ’ ব্যবহার করা হয়েছে বলে প্রকাশিত রিপোর্টে দাবি। ওই দু’টি সংস্থাই আদতে ভারতীয় বলে জানিয়েছে ইউক্রেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement