অনিশ্চিত ট্রেন

লামডিং-শিলচর ব্রডগেজ লাইনে যাত্রীট্রেন চলাচল ফের অনিশ্চিত হয়ে পড়ল। আগামী বুধবার থেকে লামডিং-শিলচর লাইনে পরিষেবা শুরুর চিন্তাভাবনা করছিল উত্তর-পূর্ব সীমান্ত রেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৯:০৭
Share:

লামডিং-শিলচর ব্রডগেজ লাইনে যাত্রীট্রেন চলাচল ফের অনিশ্চিত হয়ে পড়ল। আগামী বুধবার থেকে লামডিং-শিলচর লাইনে পরিষেবা শুরুর চিন্তাভাবনা করছিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। কিন্তু গত কাল মাইগ্রেনডিসার ৯২ কিলোমিটার অংশে মাটি ফুলেফেঁপে ওঠায় রেললাইন বেঁকে যায়। গত রাত থেকে ওই লাইনে মালগাড়ি চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

রেল সূত্রে খবর, মাইগ্রেনডিসার ৯২ কিলোমিটার অংশে ১০০ মিটার জায়গায় লাইন নষ্ট হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখার মুখ্য প্রশাসনিক অফিসার অজিত পণ্ডিত জানান, বৃষ্টি না কমলে ওই লাইনে ট্রেন চালানো সম্ভব নয়। কবে নাগাদ যাত্রী পরিষেবা শুরু হবে তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তবে জানিয়েছেন, রেলকর্মীরা দিনরাত কাজ করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement