জমি বিবাদের জেরে ভাইপোর হাতে খুন হলেন এক ব্যক্তি। ঘটনাটি হাইলাকান্দির রতনপুর দ্বিতীয় খণ্ড গ্রামের। পুলিশ জানায়, আজ সকালে জমিতে ঘাস কাটা নিয়ে কাকা-ভাইপোর বিবাদ বাঁধে। শুরু হয় হাতাহাতি। অভিযোগ, ভাইপো মানিকউদ্দিন চৌধুরী লাঠি দিয়ে কাকা ছায়ারালি চৌধুরীর মাথায় আঘাত করে। ছায়ারালি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মানিকউদ্দিন এবং তার স্ত্রী মিনারা বেগমের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করেছে।