প্রতিনিধিত্বমূলক ছবি।
গত মাসে ভারতে সামগ্রিক ভাবে বেকারত্বের হার সামান্য কমেছে। কিন্তু দেশে কাজের বাজারে মহিলা বিশেষত তরুণীদের অংশগ্রহণের সুযোগ আরও সীমাবদ্ধ হয়েছে। বেড়েছে কাজ হারানোর হার। দেশে কাজের বাজার সম্পর্কে কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ (পিএলএফএস)-র সাম্প্রতিক রিপোর্টে এ কথা জানানো হয়েছে।
সোমবার প্রকাশিত ওই রিপোর্ট জানাচ্ছে, জুলাই মাসে দেশে বেকারত্বের হার ছিল ৫.২ শতাংশ। অগস্টে তা কমে হয়েছে ৫.১ শতাংশ। গত পাঁচ মাসের মধ্যে এই হার সর্বনিম্ন। কিন্তু সমীক্ষাটি প্রকাশের পরে দুশ্চিন্তার পারদ চড়েছে মহিলাদের বেকারত্বের হার বৃদ্ধির তথ্য নিয়ে। রিপোর্ট দেখা বোঝা যাচ্ছে, গত চার মাস ধরে ভারতে মহিলাদের বেকারত্ব ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে। শহর এবং গ্রামাঞ্চল, দু’ক্ষেত্রেই এই প্রবণতা অব্যাহত। অগস্ট মাসে শহরাঞ্চলের ১৫-২৯ বছর বয়সী মহিলাদের বেকারত্বের হার বেড়ে ২৫.৭ শতাংশে দাঁড়িয়েছে, যা শহুরে তরুণ পুরুষদের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
অগস্টের পরিসংখ্যান অনুযায়ী ১৫-২৯ বছর বয়সি শহুরে পুরুষদের বেকারত্বের হার ১৫.৬ শতাংশ। জুলাই মাসে তা ছিল ১৭.১ শতাংশ। গত মাসে শহরের তরুণ-তরুণীদের বেকারত্বের হার ছিল প্রায় ১৯ শতাংশ। অগস্টে তা কমে ১৮ শতাংশের কাছে চলে এসেছে। গ্রামীণ ভারতের কাজের বাজারেও ১৫-২৯ বছর বয়সি পুরুষ এবং মহিলাদের মধ্যে বৈষম্য প্রকট। জুলাই মাসে উভয়ের বেকারত্বের হারই ১৩ শতাংশ ছিল। অগস্টে তরুণদের বেকারত্বের হার কমে ১২.৬ শতাংশ হলেও মহিলাদের ক্ষেত্রে বেকারত্বের হার বেড়ে হয়েছে ১৪.৩ শতাংশ। ফলে সামগ্রিক বেকারত্বের হার মোটের উপর ১৩ শতাংশই রয়েছে।