National News

বেনজির কাণ্ড লোকসভায়! গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা

নোট বাতিলের প্রতিবাদে লোকসভার উপর থেকে ঝাঁপ মারার চেষ্টা করলেন এক ব্যক্তি। লোকসভার মতো নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া ভবনেও এমন ঘটনা ঘটায় শুক্রবার সকালে সংসদে চাঞ্চল্য ছড়ায়। লোকসভার দর্শক গ্যালারি থেকে সভাকক্ষের মধ্যে ঝাঁপ দেওয়ার আগের মুহূর্তেই তাঁকে আটকানো হয়। তাঁর পরিচয় এখনও স্পষ্ট নয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ১৩:২১
Share:

—ফাইল চিত্র।

নোট বাতিলের প্রতিবাদে লোকসভার উপর থেকে ঝাঁপ মারার চেষ্টা করলেন এক ব্যক্তি। লোকসভার মতো নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া ভবনেও এমন ঘটনা ঘটায় শুক্রবার সকালে সংসদে চাঞ্চল্য ছড়ায়। লোকসভার দর্শক গ্যালারি থেকে সভাকক্ষের মধ্যে ঝাঁপ দেওয়ার আগের মুহূর্তেই তাঁকে আটকানো হয়। তাঁর পরিচয় এখনও স্পষ্ট নয়।

Advertisement

লোকসভার অধিবেশন বসে যে কক্ষে, তারই উপরের অংশে লোকসভার ভিজিটর্স গ্যালারি বা দর্শক গ্যালারি। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রতিবাদ করতে করতে ওই গ্যালারির রেলিং টপকে এক ব্যক্তি শুক্রবার সকালে অধিবেশন কক্ষের মধ্যে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। তাঁকে শেষ মুহূর্তে আটকানো হয়। ওই ব্যক্তি ঝাঁপিয়ে পড়তে পারলে সাংসদদের জখম হওয়ার আশঙ্কা ছিল।

এই ঘটনায় হতচকিত হয়ে যান অনেকেই। ভিজিটর্স গ্যালারি থেকে অধিবেশন কক্ষের মধ্যে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা নজিরবিহীন। যে ব্যক্তি এই কাণ্ড ঘটানোর চেষ্টা করেন, তিনি কী ভাবে লোকসভায় ঢুকলেন তা স্পষ্ট নয়। তিনি সংসদ ভবনের কর্মী হতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে যদি তিনি সংসদের কর্মী না হন, তা হলে সংসদ ভবনের নিরাপত্তা বেষ্টনীর নিশ্ছিদ্রতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাবে।

Advertisement

আরও পড়ুন: স্বভাব-মৌন মনমোহন মুখর হলেন সংসদে, মোদী রইলেন নীরব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement