Suresh Angadi

করোনায় মৃত্যু হল রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদির

গত ১১ সেপ্টেম্বর অঙ্গাদির কোভিড পজিটিভ ধরা পড়ে। তখন থেকেই তাঁর চিকিৎসা চলছিল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ২২:৩৫
Share:

রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি। ফাইল চিত্র।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদির (৬৫)। দিল্লির এমসে কোভিডের চিকিৎসা চলছিল তাঁর। এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রীর কোভিডে মৃত্যু হল।

Advertisement

গত ১১ সেপ্টেম্বর অঙ্গাদির কোভিড পজিটিভ ধরা পড়ে। তখন থেকেই তাঁর চিকিৎসা চলছিল। তাতে ভাল সাড়া মিলছিল বলেও মন্ত্রী নিজে জানিয়েছিলেন। সূত্রের খবর, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এমসে ভর্তি করানো হয়। হাসপাতালেই বুধবার মৃত্যু হয় তাঁর।

অঙ্গাদির মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন রাষ্ট্রপ্রতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, “এক জন অমায়িক নেতা ছিলেন সুরেশ অঙ্গাদি। তাঁর সংসদীয় ক্ষেত্রের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত।”

Advertisement

শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেছেন, “সুরেশ অঙ্গাদি এক জন ব্যতিক্রমী কার্যকর্তা ছিলেন। কর্নাটকে বিজেপির শক্ত ঘাঁটি গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি এক জন নিষ্ঠাবান সাংসদ এবং দক্ষ মন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

অন্য দিকে, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, “অঙ্গাদির মৃত্যুতে মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

কর্নাটকের বেলগাভি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন অঙ্গাদি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন