দুর্নীতির জন্য দায়ী শিক্ষা পদ্ধতিই, মন্তব্য শিক্ষাকর্তার

ভারতে দুর্নীতির আগ্রাসনের জন্য ‘মেকলে’ প্রবর্তিত শিক্ষা পদ্ধতিকে দায়ী করলেন শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সঞ্জীব ভট্টাচার্য। তাংর বক্তব্য, মূল্যবোধের শিক্ষা না পাওয়ার জন্যই সরকারি উচ্চ পদাধিকারীদের একাংশ দুর্নীতি করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০৩:৩৫
Share:

ভারতে দুর্নীতির আগ্রাসনের জন্য ‘মেকলে’ প্রবর্তিত শিক্ষা পদ্ধতিকে দায়ী করলেন শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সঞ্জীব ভট্টাচার্য। তাংর বক্তব্য, মূল্যবোধের শিক্ষা না পাওয়ার জন্যই সরকারি উচ্চ পদাধিকারীদের একাংশ দুর্নীতি করছেন।

Advertisement

হাইলাকান্দিতে অনুষ্ঠিত ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের’ উত্তর-পূর্বাঞ্চল ভিত্তিক তিন দিনের কর্মকর্তা প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে হাজির ছিলেন সঞ্জীববাবু। বর্তমান শিক্ষা পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, ‘‘স্কুল কলেজের শিক্ষাই যথার্থ শিক্ষা নয়। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শেষ কথা হতে পারে না। কারণ, ইংরেজ আমলে মেকলে প্রবর্তিত শিক্ষা পদ্ধতি এ দেশের পড়ুয়াদের প্রকৃত
মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করছে না।’’

সঞ্জীববাবু মন্তব্য, ‘‘সমাজের উপরতলার মানুষের মধ্যে দুর্নীতির প্রবণতা বেশি। শিক্ষার সেই পদ্ধতি আমাদের চোখে ঠুলি পরিয়ে দিয়েছে।’’ অর্থনীতির জনক হিসেবে পরিচিত অ্যাডাম স্মিথের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘স্মিথের অনেক আগে আমাদের দেশের চাণক্য কৌটিল্যের অর্থশাস্ত্র নামের বই লিখেছিলেন। কিন্তু আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রের চেয়ে স্মিথের বইকে বেশি
গুরুত্ব দিই।’’

Advertisement

প্রশিক্ষণ শিবিরের অন্য অতিথি তথা বিদ্যার্থী পরিষদের সর্বভারতীয় সহ-সভাপতি মমতা যাদব, রাষ্ট্র গঠনে মহিলাদের সক্রিয় ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘আমরা সৌন্দর্য প্রতিযোগিতার বিপক্ষে নই। অশ্লীলতার বিরুদ্ধে।’’ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রীহরি পারিকর অসমে বাংলাদেশি অনুপ্রবেশকে সর্বভারতীয় সমস্যা বলে চিহ্নিত করেন।

‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের’ তিন দিনের ওই অনুষ্ঠানের সূচনায় সংগঠনের প্রান্ত-সম্পাদিকা সাধনাবালা সিংহ, মনোজকান্তি দাস এবং ধরমপালজি বক্তব্য
রাখেন। সংগঠন সূত্রের খবর, তিন দিনের শিবিরে অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচলপ্রদেশ ও সিকিম-সহ দেশের বিভিন্ন জায়গার পরিষদ কর্মকর্তারা যোগ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন