Tripura Unrest

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে হিংসা ত্রিপুরায়

রাজ্যের ঊনকোটি জেলার কৈলাসহরে বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। শহরের কাতাল দীঘিরপার এলাকায় এই গোলমাল হয় বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১০:৪৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শাসক দল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে হিংসা দেখল ত্রিপুরার কৈলাসহর। পরিস্থিতি সামাল দিতে শূন্যে গুলি ছুড়তে হয়েছে পুলিশকে। ঘটনায় বিজেপির দুর্নীতি ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে সরব হয়েছে বিরোধী কংগ্রেস ও সিপিএম। যদিও রাতেও বিজেপির জেলা সভাপতি বলেছেন ঘটনার বিষয়ে তাঁর কিছু জানা নেই।

রাজ্যের ঊনকোটি জেলার কৈলাসহরে বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। শহরের কাতাল দীঘিরপার এলাকায় এই গোলমাল হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। বিজেপির কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ আহত হয়েছেন বলেজানা গিয়েছে। যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধরের বাড়িও ভাঙচুর হয়েছে। এলাকায় শাসক দলের কার্যালয়ে অগ্নিসংযোগ হয়েছে, দাবি স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে, শূন্যে গুলি চালায়। পরে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে প্রশাসন।

মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ দাবি করেন, কাতাল দীঘিরপার এলাকায় প্রায় ১৬ জন সংখ্যালঘু যুবক দা, লাঠি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে। পাশেই চলছে সরস্বতী পুজো। তাঁরা খবর পেয়ে ছুটে গেলে তাঁদেরও আক্রমণ করে ওই যুবকেরা। তাতেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে।

কৈলাসহরের কংগ্রেস বিধায়ক বীরজিত সিংহের দাবি, “এই ঘটনার জন্যে পুলিশ প্রশাসন দায়ী। তাঁদের জন্যে সরস্বতী পুজোর আনন্দ ম্লানহয়ে গেল।” তাঁর অভিযোগ, একটি সরকারি চিকিৎসকের আবাস খালি ছিল। সেটি বিজেপির একাংশ দখল করে একটি দলীয় অফিস তৈরি করে। এর মধ্যে বিভিন্ন সরকারি কাজের টেন্ডার নিয়ে ভাগ বাটোয়ারা এবং তোলাবাজি করা হত। এ নিয়ে তিনি আগেই এসপি এবং জেলাশাসককে সতর্ক করেছিলেন। এসপি চিঠি পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু প্রশাসন কোনও পদক্ষেপ করেনি।

সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, ত্রিপুরার সর্বত্র বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেজড়িয়ে পড়ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন