— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রীর, তেমনটাই সন্দেহ ছিল যুবকের। সেই রাগে দুই শিশু সন্তানের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন করলেন যুবক। তার পর নিজেই খবর দিলেন পুলিশে। সম্প্রতি উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাদরি গ্রামের বাসিন্দা ৩৬ বছর বয়সি ওই যুবকের নাম সোনু শর্মা। নিহত মহিলা চঞ্চল শর্মা (২৮) তাঁরই স্ত্রী। স্থানীয় একটি পিৎজার দোকানে কাজ করতেন চঞ্চল। দম্পতির পাঁচ ও সাত বছরের দুই সন্তানও রয়েছে। জেরায় সোনু পুলিশকে জানিয়েছেন, দোকানের এক সহকর্মীর সঙ্গে চঞ্চলের প্রেমের সম্পর্ক ছিল বলে সন্দেহ ছিল তাঁর। তা ছাড়া, গত দু’মাস ধরে বেকার হয়ে ঘরে বসেছিলেন সোনু। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হত তাঁর। এক পর্যায়ে স্ত্রীকে চাকরি ছেড়ে দিতে বলেন সোনু। যদিও চঞ্চল তাতে রাজি হননি।
রবিবার সকালে এ নিয়ে ফের বচসা শুরু হয় স্বামী-স্ত্রীর। অভিযোগ, এক পর্যায়ে কাপড় দিয়ে স্ত্রীর মুখ বেঁধে ধারাল ছুরি নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন সোনু। সবটাই ঘটে তাঁদের সন্তানদের চোখের সামনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবতীর। পরে নিজেই পুলিশে ফোন করে গোটা ঘটনা জানান সোনু। ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেফতার করে পুলিশ।