Eknath Shinde

ভারত-পাক ম্যাচের আগে একনাথ শিন্দের এক্স অ্যাকাউন্টে হ্যাকার হানা! পাকিস্তানের পতাকার ছবি পোস্ট

রবিবার সকালে শিন্দের সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। শিন্দের অ্যাকাউন্ট ব্যবহার করে প্রথমে পাকিস্তান এবং তুরস্কের পতাকার ছবি পোস্ট করেন হ্যাকারেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৪
Share:

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। — ফাইল চিত্র।

এক সপ্তাহের ব্যবধানে রবিবার এশিয়া কাপে ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। কাকতালীয় ভাবে সেই ম্যাচের দিনেই হ্যাক হয়ে গেল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের এক্স অ্যাকাউন্ট। এখানেই শেষ নয়, এর পর সেই অ্যাকাউন্ট ব্যবহার করে পাকিস্তানের পতাকার ছবিও পোস্ট করলেন হ্যাকারেরা!

Advertisement

রবিবার সকালে শিন্দের সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। শিন্দের অ্যাকাউন্ট ব্যবহার করে প্রথমে পাকিস্তান এবং তুরস্কের পতাকার ছবি পোস্ট করেন হ্যাকারেরা। এর পর দুই দেশের একাধিক ছবি নিয়ে একটি সরাসরি সম্প্রচারও (লাইভ স্ট্রিম) শুরু হয় সেই অ্যাকাউন্টে। শিন্দের দলের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘আমরা সঙ্গে সঙ্গে সাইবার অপরাধ দমন শাখাকে বিষয়টি সম্পর্কে সতর্ক করি। দলের যাঁরা উপমুখ্যমন্ত্রীর সমাজমাধ্যমের পাতা দেখাশোনা করেন, কাজে লেগে পড়েন তাঁরাও। শেষে ৩৫ থেকে ৪৫ মিনিটের মধ্যে তাঁরা অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন।’’

সাইবার অপরাধ দমন শাখার তদন্তকারীরা জানিয়েছেন, আপাতত শিন্দের এক্স অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে। কে বা কারা তাঁর অ্যাকাউন্ট হ্যাক করেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement