Pahalgam Terror Attack

পহেলগাঁও কাণ্ডের ‘ন্যায়বিচার’! লশকরের ছায়া সংগঠনকে ‘বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী’র তকমা দিল ট্রাম্প প্রশাসন

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দায় স্বীকার করেছিল লশকর-এ-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। পরে অবশ্য একটি বিবৃতি দিয়ে পহেলগাঁও হামলার সঙ্গে তারা যুক্ত নয় বলে দাবি করে সংগঠনটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ০৮:৫৪
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

পহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ-কে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা দিল আমেরিকা। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দায় স্বীকার করেছিল লশকর-এ-ত্যায়বার এই ছায়া সংগঠনটি। পরে অবশ্য একটি বিবৃতি দিয়ে পহেলগাঁও হামলার সঙ্গে তারা যুক্ত নয় বলে দাবি করে সংগঠনটি।

Advertisement

বৃহস্পতিবার আমেরিকার বিদেশ দফতরের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এই প্রসঙ্গে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো বলেন, “আজ (আমেরিকার) বিদেশ দফতর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে ‘বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী’ এবং ‘বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’-র তালিকায় অন্তর্ভুক্ত করছে।” মার্কিন বিদেশ দফতরের বিবৃতিতে বলা হয়, “আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং পহেলগাঁওয়ের ঘটনায় ট্রাম্পের ন্যায়বিচারের আশ্বাসকে সুনিশ্চিত করতে এই পদক্ষেপ করা হচ্ছে।’’

প্রসঙ্গত, লশকরকে বহু দিন ধরেই ওই দুই তালিকায় রেখেছে আমেরিকা। এ বার তাদের ছায়া সংগঠনকেও ওই দুই তালিকার অন্তর্ভুক্ত করল হোয়াইট হাউস। আমেরিকার এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই তাকে স্বাগত জানিয়েছে ভারত। আমেরিকার ভারতীয় দূতাবাসের তরফে সমাজমাধ্যমে লেখা হয়েছে, “এটা সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত এবং আমেরিকার মধ্যে সহযোগিতা এবং বোঝাপড়ার আরও একটি নিদর্শন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement