Modi-Trump

জন্মদিনের প্রাক্কালে ট্রাম্পের ফোন মোদীকে, শুভেচ্ছাবার্তার পাশাপাশি ভিন্ন বিষয়ে কথোপকথন

মঙ্গলবার রাতে (ভারতীয় সময়) মোদীকে ফোন করেন ট্রাম্প। সমাজমাধ্যমে সে কথা ভাগ করে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানান মোদী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৬
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। ছবি: পিটিআই।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। তার আগে মোদীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে (ভারতীয় সময়) মোদীকে ফোন করেন ট্রাম্প। সমাজমাধ্যমে সে কথা ভাগ করে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানান মোদী।

Advertisement

জন্মদিনের আগের রাতে শুভেচ্ছাবার্তা পেয়ে, তাঁর সমাজমাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।” তাঁর সংযোজন, “আপনার মতো আমিও ভারত-আমেরিকার সমঝোতা এবং বৈশ্বিক অংশীদারিত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।” পাশাপাশি তিনি আরও লেখেন, “রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।”

১৭ জুনের পর এই প্রথম ট্রাম্প ও মোদীর মধ্যে ফোনে কথা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে সূত্রে খবর, মোদীকে গত কয়েক সপ্তাহে অন্তত চার বার ফোন করেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু মোদী ফোন তোলেননি। কথাই বলেননি ট্রাম্পের সঙ্গে। আমেরিকা এবং ভারতের বাণিজ্যিক সম্পর্কের টানাপড়েনের মাঝেই মোদীর জন্মদিন উপলক্ষ্যে ট্রাম্পের ফোন কিছুটা ‘ইতিবাচক’ বলেই মনে করছেন অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement