Crime in Uttar Pradesh

নাম ভাঁড়িয়ে বেশি বয়সের পাত্রকে বিয়ে, তার পর মাদক খাইয়ে লুট! পুলিশের জালে তিন ‘ভুয়ো’ কনে

পুলিশ জানিয়েছে, এই মহিলারা নিজেদের মধ্যে পরিকল্পনা করে লুট করতেন। যখন পূজা কনে সেজে বিয়ে করতেন, তখন অন্য দু’জন তাঁর আত্মীয় বা বন্ধু সেজে থাকতেন ঘটনাস্থলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৬:২২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কখনও আরতি, কখনও পূজা! একই মহিলার ভিন্ন ভিন্ন নাম। সেই নাম ভাঁড়িয়েই বিয়ের পিঁড়িতে বসতেন। বিয়ের পর বরযাত্রীদের মাদক মেশানো ক্ষীর খাইয়ে গয়না টাকা লুট করতেন! চক্রে অভিযুক্ত তিন মহিলাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, তিন জনই একই ছকে বর এবং বরযাত্রীদের থেকে মূল্যবান সামগ্রী লুট করতেন।

Advertisement

উত্তরপ্রদেশের হরদই থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তাদের দাবি, তিন জন মিলে এখনও পর্যন্ত ১৩টি পরিবারকে পাত্রকে লুট করেছেন। ধৃতেরা হলেন পূজা ওরফে সোনম, আশা ওরফে গুড্ডি এবং সুনিতা। পুলিশের দাবি, তাঁরা মূলত সেই সব ব্যক্তি বা পরিবারকে নিশানা করতেন, যাঁদের বয়স হওয়ার পরও বিয়ে হচ্ছে না।

পুলিশ জানিয়েছে, এই মহিলারা নিজেদের মধ্যে পরিকল্পনা করে লুট করতেন। যখন পূজা কনে সেজে বিয়ে করতেন, তখন অন্য দু’জন তাঁর আত্মীয় বা বন্ধু সেজে থাকতেন ঘটনাস্থলে। বিয়ের পরই বর এবং বরযাত্রীদের মাদকযুক্ত ক্ষীর খাওয়াতেন। তা খেয়ে যখন সকলে আচ্ছন্ন বা জ্ঞান হারাতেন তখনই সব লুট করে নিয়ে পালাতেন।

Advertisement

তদন্তকারী অফিসার অঙ্কিত মিশ্র জানান, পুরো ঘটনা সম্পর্কে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, তাঁদের জাল হিন্দি বলয়ের অনেক রাজ্যেই ছড়িয়ে ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement