ভি সম্মুগনাথন
রাজ্যপালকে সরাতে রাজপথে নামলেন মেঘালয়বাসী। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে শ্লীলতাহানিতে অভিযুক্ত ভি সম্মুগনাথনকে অপসারণের দাবি তুললেন তাঁরা। জনরোষের জেরে গত রাতে ইস্তফা দিলেন সম্মুগনাথন।
রাষ্ট্রপতি ভবন সূত্রের খবর, ইস্তফা গৃহীত হয়েছে। মেঘালয়ের ভারপ্রাপ্ত রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে অসমের রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতকে। নাগাল্যান্ডের রাজ্যপাল পদ্মনাভ বালকৃষ্ণ আচার্য পেয়েছেন অরুণাচলের অতিরিক্ত দায়িত্ব। উল্লেখ্য, অরুণাচলের ভারপ্রাপ্ত রাজ্যপাল ছিলেন সম্মুগনাথন। প্রজাতন্ত্র দিবসে ইটানগরে ছিলেন আরএসএসের প্রাক্তন ওই নেতা। পরিস্থিতি বেগতিক দেখে আর মেঘালয়ে ফেরেননি। অরুণাচলে বসেই তিনি ইস্তফা পাঠান রাষ্ট্রপতি ভবনে। জল্পনা, কেন্দ্রের নির্দেশেই এই সিদ্ধান্ত।
ঘটনার সূত্রপাত ৭ ডিসেম্বর। ব্যক্তিগত জনসংযোগকর্মী নিয়োগের ইন্টারভিউতে ১০ মহিলাকে তলব করেন সম্মুগনাথন। তাঁদেরই এক জন সম্প্রতি দাবি করেন, ইন্টারভিউয়ের সময় রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন। আরও অভিযোগ ‘ব্রহ্মচারী’ রাজ্যপালের শয়নকক্ষে বহিরাগত তরুণীদের অবাধ গতিবিধি। সেটির লাগোয়া ঘরে থাকেন তাঁর ব্যক্তিগত মহিলা সচিব। তা ছাড়া আসাম রাইফেলসের জওয়ানদের দিয়ে মালির কাজ করান সম্মুগনাথন।