বৈষ্ণোদেবী মন্দির। ফাইল চিত্র।
১৯ দিন স্থগিত থাকার পর রবিবার (১৪ সেপ্টেম্বর) থেকে ফের বৈষ্ণোদেবী যাত্রা শুরু হবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই ঘোষণার পরেও যাত্রা আবার স্থগিত করতে বাধ্য হল প্রশাসন এবং মন্দির কমিটি। ফলে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই যাত্রা শুরু হবে না বলেও ইঙ্গিত দিয়েছে তারা।
মন্দির কমিটি জানিয়েছে, বৈষ্ণোদেবীর যাত্রাপথে আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। ফলে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না তারা। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই যাত্রা স্থগিত থাকবে। পুণ্যার্থীদের সময়ে সময়ে খবর নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। গত ২৬ অগস্ট বৈষ্ণোদেবীর যাত্রাপথে ভয়ঙ্কর ধস নামে। সেই ঘটনায় ৩৪ জন পুণ্যার্থীর মৃত্যু হয়। আহত হয়েছেন ২০ জন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
তা ছাড়া পুণ্যার্থীদের নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গত মাসে ধসের যে ঘটনা ঘটেছিল, তার পর থেকে প্রশাসনের ভূমিকা সমালোচনার মুখে পড়ে। পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। ফলে এ বার অনেক সতর্ক ভাবেই পদক্ষেপ করতে চাইছে প্রশাসন।
দু’দিন আগেই ঘোষণা করা হয় যে, রবিবার থেকে যাত্রা শুরু হবে। পুণ্যার্থীদেরও সেই বার্তা দেওয়া হয়। কিন্তু শনিবার থেকে আবার আবহাওয়ার অবনতি হয়। ভারী বৃষ্টি শুরু হয়েছে। ফলে ধসের আশঙ্কাও করা হচ্ছে। বৈষ্ণোদেবী যাত্রা যাতে দ্রুত চালু করা যায়, তার জন্য ধসে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলিকে মেরামত করা হয়েছিল। কিন্তু আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই যাত্রা সাময়িক ভাবে স্থগিত করা হল।