Monkey

বৃদ্ধার কুটির থেকে টাকা, সোনার গয়না লুঠ করে পালাল বাঁদরের গ্যাং

খাবারের সন্ধানেই তারা সেখানে ঢোকে। বেশ কিছু কলা রাখা ছিল ঘরে, সেগুলির সঙ্গে একটি চালের ব্যাগ তারা নিয়ে পালায়।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ১৫:১৫
Share:

প্রতীকী চিত্র। ছবি: টুইটার থেকে নেওয়া।

অনেক রকম ডাকাতির কথা শুনেছেন, প্রশিক্ষণপ্রাপ্ত পশুদের দিয়েও চুরি করানোর ঘটনা নতুন নয়। তবে বাঁদরের দল নিজেরাই নগদ টাকা, সোনার গয়না লুঠ করে নিয়ে পালিয়েছে, শুনেছেন কখনও? তামিলনাড়ুর এমনই এক ঘটনা সামনে এল।

Advertisement

তামিলনাড়ুর তিরুবাইয়ারু শহরের কাছে একাই বসবাস করেন জি সরথাম্বল নামের এক বিধবা মহিলা। সম্প্রতি এক দিন তিনি জামা কাপড় কাচার জন্য বাড়ির বাইরে যান। সেই সময় কয়েকটি বাঁদর তাঁর ঘরে ঢুকে পড়ে। খাবারের সন্ধানেই তারা সেখানে ঢোকে। বেশ কিছু কলা রাখা ছিল ঘরে, সেগুলির সঙ্গে একটি চালের ব্যাগ তারা নিয়ে পালায়।

চালের ব্যাগেই ওই মহিলার সারা জীবনের সব সঞ্চয় ছিল, সোনার গয়না ও প্রায় ২৫ হাজার টাকা লুকিয়ে রাখা ছিল তাতে। খাবারের লোভে সেই চালের ব্যাগ বাঁদরগুলি নিয়ে পালায়, সঙ্গে সেই সোনা, টাকাও চলে যায়। ঘরে বাঁদর ঢুকেছে বুঝতে পেরেই বছর সত্তরের ওই বৃদ্ধার তাদের তাড়া করেন। কিন্তু ব্যাগ উদ্ধার করতে পারেননি।

Advertisement

আরও পড়ুন: শক্তিশালী চিতবাঘের হাত থেকে বেঁচে গেল ছোট্ট বানর!

কলা আর চালের ব্যাগ নিয়ে বাঁদরগুলি একটি উঁচু বাড়ির উপরে উঠে যায়। সেখানে মনের সুখে কলা খেতে থাকে। বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরাও সব শুনে ব্যাগ উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টাই বৃথা যায়। শেষে কলা আর চালের ব্যাগ নিয়ে উধাও হয়ে যায় বাঁদরের দল। তারপর থেকে তাদের আর খোঁজ মেলেনি।

আরও পড়ুন: বাইক চালিয়ে এসে শিশুকে নিয়ে পালানোর চেষ্টা বাঁদরের!

স্থানীয়দের দাবি বাঁদরের উৎপাতে তাঁদের জীবন অতিষ্ট হয়ে উঠেছে। প্রশাসনের কাছে তাঁরা দাবি জানাবেন যেন এলাকায় বাঁদর ঢোকা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন