Viral

গরু মৃত্যুর কারণে উত্তরপ্রদেশে সাসপেন্ড ৮ সরকারি আধিকারিক

গত কয়েক সপ্তাহে উত্তরপ্রদেশের সরকার পরিচালিত বেশ কিছু আশ্রয়স্থলে গরু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অনাহার, বৃষ্টি ও বজ্রপাতের জন্যই ওই মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৯ ১৯:২৯
Share:

প্রতীকী চিত্র

উত্তরপ্রদেশের অযোধ্যা ও মির্জাপুর জেলায় গরুদের সরকারি আশ্রয়স্থলে গরু মৃত্যুর কারণে আট সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হল। অন্যান্য জেলার আধিকারিকদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে গরুর আশ্রয়স্থলগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

Advertisement

গত কয়েক সপ্তাহে উত্তরপ্রদেশের সরকার পরিচালিত বেশ কিছু আশ্রয়স্থলে গরু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অনাহার, বৃষ্টি ও বজ্রপাতের জন্যই ওই মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। মুখ্যমন্ত্রীযোগী আদিত্যনাথের সরকার ২০১৭ সালে উত্তরপ্রদেশের ক্ষমতায় আসার পর, গরুদের রক্ষণাবেক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।কয়েক মাস আগে ইতস্তত ঘুরে বেড়ানো গরুদের নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয় মানুষের মধ্যে। এই গরুগুলি ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছে। সে কারণে কৃষকরা ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে কৃষকরা গরুদের ধরে ধরে স্থানীয় বিদ্যালয় ও সরকারি ভবনে তালা দিয়ে রাখতে আরম্ভ করেন।

এরপরই এই সব গরুদের জন্য রাজ্যজুড়ে আশ্রয়স্থল তৈরি সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার। এই সব আশ্রয়স্থগুলি চালানোর খরচ জোগাড়ের জন্য উত্তরপ্রদেশ সরকার আবগারি দ্রব্য বিক্রির ওপর সেস বসিয়েছে।

Advertisement

আরও পড়ুন : হনুমান মূর্তির জন্য আড়াই কেজি সোনার মুকুট দিলেন আদিত্যনাথ

আরও পড়ুন : আল্লা সঙ্গে ছিলেন, বিশ্বকাপ জিতে বললেন অইন মর্গ্যান

কী ভাবে এই গরুদের আশ্রয়স্থলগুলি চলছে, তার কিছু তথ্য সম্প্রতি সামনে আসে। প্রয়াগরাজ্যে গত ৪৮ ঘণ্টায় ৩০টি গরুর মৃত্যুর খবর পাওয়া যায়। ওই গরুদের আশ্রয়স্থলটিতে জল জমে গিয়েছিল। সেই অবস্থায় একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। তাতেই বিদ্যুত্পৃষ্ট হয়ে মৃত্যু হয় গরুগুলির। জেলা প্রশাসনের সূত্রে এই খবর জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন