Hyderabad

২১ কেজি ওজনের গণেশ লাড্ডু! দাম কত জানেন?

সেখানেই রেকর্ড দামে ওই লাড্ডুটি কেনেন কোলান রাম রেড্ডি নামের এক ব্যবসায়ী।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২৯
Share:

২১ কেজি ওজনের সেই গণেশ লাড্ডু। ছবি টুইটার থেকে সংগৃহীত।

গণেশ পুজো হবে, আর লাড্ডু থাকবে না, তা কখনও হয়? গণপতিদেবের আরাধনা মানেই রকমারি লাড্ডুর সমাহার। হায়দরাবাদের বালাপুরে গণেশ উ়ৎসবে মেতেছিলেন স্থানীয়রা। তবে সেই পুজোর বিশেষ আর্কষণ ছিল ২১ কেজি ওজনের গণেশ লাড্ডু। বিশালাকার সেই লাড্ডু কে কিনবে, তার জন্য সম্প্রতি নিলামের আয়োজন করা হয়। সেখানেই রেকর্ড দামে ওই লাড্ডুটি কেনেন কোলান রাম রেড্ডি নামের এক ব্যবসায়ী।

Advertisement

২১ কেজির সেই লাড্ডুর নিলামের আয়োজন করেছিল বালাপুর গণেশ উৎসব কমিটি। সেই নিলামে অংশ নিয়েছিলেন অনেকে। কিন্তু সবাইকে পিছনে ফেলে গণেশ লাড্ডু কিনে নেন কোলান। আর এর জন্য তিনি খরচ করেছেন, ১৭ লক্ষ ৬০ হাজার টাকা। বিপুল অঙ্কে লাড্ডু কেনার পর সেই লাড্ডুর প্রতি সম্মান দেখাতে সেটিকে মাথায় তুলে নেন কোলান।

প্রতি বছরই বিশালাকার লাড্ডুর নিলামের আয়োজন করে হায়দরাবাদের ওই পুজো কমিটি। গত বছর শ্রীনিবাস গুপ্ত নামের এক ব্যক্তি ১৬ লক্ষ ৬০ হাজার টাকায় ওই গণেশ লাড্ডু কিনেছিলেন।

Advertisement

আরও পড়ুন: প্রথমবারেই সফল ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস

আরও পড়ুন: বিদেশি রামে বিপাকে পড়তে পারে হিন্দুত্ববাদ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন